মিড ডে মিলে বরাদ্দ বাড়ালো রাজ্য, খাদ্য তালিকায় যুক্ত হচ্ছে ডাল, সোয়াবিন, চিনি
পড়ুয়া পিছু বরাদ্দ বাড়ানো হলো ৮৬ টাকা করে
মিড ডে মিলের জন্য বরাদ্দ টাকা বাড়ালো পশ্চিমবঙ্গ সরকার। সূত্রের খবর, এই মর্মে নির্দেশিকা জারি করা হয়েছে শিক্ষা দফতরের তরফে। জানা যাচ্ছে, চাল, আলু, ছোলার সঙ্গে প্রাইমারির পড়ুয়াদের দেওয়া হবে ডাল, চিনি, সোয়াবিন। এই জন্য ছাত্র পিছু বরাদ্দ বাড়ানো হলো ৮৬ টাকা করে।
[আরও পড়ুন: স্কুল খুললেও বন্ধই কলেজ-বিশ্ববিদ্যালয়, সিদ্ধান্ত উপাচার্যদের বৈঠকে]
আগামী ১২ ফেব্রুয়ারি রাজ্যে নবম থেকে দ্বাদশ শ্রেণির জন্য স্কুল খুলে যাচ্ছে। কিন্তু বন্ধ থাকছে প্রাইমারি স্কুলগুলি। করোনা অতিমারির ফলে গত প্রায় এক বছর রাজ্যের স্কুলগুলি বন্ধ। স্কুল বন্ধ থাকলেও ছাত্রদের মিড ডে মিল যাতে বন্ধ না হয় সে ব্যাপারে তৎপর ছিল রাজ্য সরকার। লোকডাউন চলাকালীন অভিভাবকদের ডেকে ছাত্র পিছু এক কেজি করে চাল, ছোলা, আলু দেওয়া হচ্ছিল। সেই সঙ্গে স্বাস্থ্য বিধির কথা মাথায় রেখে দেওয়া হচ্ছিল সাবান, স্যানিটাইজারও। মার্চ মাস থেকে চাল, আলু, ছোলার সঙ্গে ২৫০ গ্রাম ডাল, ২০০ গ্রাম সোয়াবিন এবং ৫০০ গ্রাম করে চিনি দেওয়া হবে প্রাইমারির ছাত্র-ছাত্রীদের।
স্কুল চলাকালীন মিড ডে মিলে ছাত্রদের সপ্তাহে একদিন করে সোয়াবিন, ডিম দেওয়া হোত। কিন্তু লকডাউনে সে সব বন্ধ ছিল। তার বদলে প্রত্যেকের বাড়িতে চাল, আলু, ছোলা দেওয়া হচ্ছিল।
Comments are closed.