জম্মু-কাশ্মীরে জঙ্গীদের গুলিতে নিহত হলেন বিহারের এক পরিযায়ী শ্রমিক। বৃহস্পতিবার রাতে জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা এলাকায় জঙ্গিদের গুলিতে মৃত্যু হয় মহম্মদ আমরেজ নামে ওই পরিযায়ী শ্রমিকের। তিনি বিহারের মাধেপুরার বাসিন্দা। কাজ করতেন বান্দিপোরার সোদনারায়। গুলিবিদ্ধ হওয়ার পর, মহম্মদ আমরেজকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় তাঁর।
কাশ্মীর পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মধ্যরাতে মহম্মদ আমরেজকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গীরা। আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয়। মৃতের ভাই জানিয়েছেন, রাত তখন প্রায় ১ টা। দাদা আমাকে ঘুম থেকে জাগিয়ে দেয়, বলে বাইরে গোলাগুলি চলছে। এরপর দাদা বাইরে যান। আমরা ভাবলাম হয়তো টয়লেটে গিয়েছে। কিন্তু বাইরে গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। বুধবারই জম্মু-কাশ্মীরের রাজৌরিতে সেনা ক্যাম্পে জঙ্গীদের গুলিতে মৃত্যু হয় ৪ সেনার, আহত হন আরও একজন সেনা। এর এর ঠিক ২৪ ঘন্টার মধ্যে ফের জঙ্গীদের গুলিতে মৃত্যু হল এক জনের।
Comments are closed.