বন্দে ভারত এক্সপ্রেসের পর এবার আসছে মিনি বন্দে ভারত। ভবিষ্যতে শিয়ালদহ-কৃষ্ণনগর লাইনে চলবে মিনি বন্দে ভারত। এমনই ভাবনা রেলের। ১০০ কিমির কম দূরত্বে চালানো হবে এই ট্রেন।
দ্রুতগতির প্যাসেঞ্জার ট্রেনের মতন চলবে মিনি বন্দে ভারত। কম সময় মানুষ যাতায়াত করতে পারবেন মিনি বন্দে ভারত দিয়ে। যে শহরগুলির মধ্যে দুরত্ব ১০০ কিমির কম। সেই শহরের মধ্যে চলবে এই ট্রেন। যেমন শিয়ালদহ আর কৃষ্ণনগরের দূরত্ব ৯৭ কিমি। তাই এই দূরত্বে মিনি বন্দে ভারত চালানোর পরিকল্পনা করা হচ্ছে। দিনে একাধিকবার চলবে এই ট্রেন। মিনি বন্দে ভারত ট্রেন যাতায়াত করলে তা বেশ আরামদায়ক হবে আর ভাড়া ও খুব বেশি গুনতে হবে মানুষকে।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, যেভাবে বন্দে ভারত এক্সপ্রেস সাধারণ মানুষ পছন্দ করেছেন , তাই মিনি বন্দে ভারত চালানোর পরিকল্পনা করা হচ্ছে। যাতে কম দু রত্বের যাত্রীরা যাতায়াত করতে পারেন।
উল্লেখ্য, দেশে এখন ১৩ টি বন্দে ভারত ট্রেন চলছে। বাংলাতেও চলছে বন্দে ভারত। আপ-ডাউন মিলিয়ে দুবার যাতায়াত করে বন্দে ভারত। ভোর ৫ টা ৫৫ মিনিটে হাওড়া থেকে ছাড়ে হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। দুপুর ১ টা ২৫ মিনিটে নিউ জলপাইগুড়িতে পৌঁছয় ওই ট্রেন। এরপর দুপুর ৩ টে ৫ মিনিটে নিউ জলপাইগুড়ি থেকে বন্দে ভারত ছাড়ে। যা হাওড়ায় আসে রাত ১০ টা ৩৫ মিনিটে।
Comments are closed.