বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ‘পাড়ায় সমাধান’ ও ‘দুয়ারে সরকার’ কর্মসূচি। এই কর্মসূচি সফল করতে সাধারণ মানুষকে নিয়ে পাড়ায় পাড়ায় বৈঠক করছেন প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী স্বপন দেবনাথ। এই দুই জনমুখী প্রকল্প চালু হওয়ার পরেই কালনা ১ ও পূর্বস্থলী ১ ব্লক কার্যালয়ে বিশেষ প্রস্তুতিসভা করেন তিনি। এরপর নিজের এলাকার কারও বাড়ির উঠোনে, কারও বাড়ির সামনে গিয়ে এই দুই কর্মসূচি সফল করার আবেদন করেন তিনি। কী কী সমস্যা জানানো যাবে, কোন কোন নথি নিয়ে যেতে হবে, তা বাড়ি বাড়ি গিয়ে জানিয়ে দেন খোদ পূর্বস্থলী দক্ষিণের বিধায়ক তথা মন্ত্রী স্বপন দেবনাথ।
এই বিষয়ে তিনি বলেন, দলের প্রশাসনিক ও সাংগঠনিক পদাধিকারীদের বলেছি, সবাই যেন সরকারী প্রকল্পের সুবিধা ঠিকভাবে পায়, তা খতিয়ে দেখতে। এদিন গোকর্ণ গ্রামে যান মন্ত্রী। সেখানে দুই শহিদ পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। তাঁদের পরিবারের সদস্যরা কেমন আছেন, কোনও সমস্যা আছে কিনা, সরকারি প্রকল্প ও পরিষেবার সুবিধে পাচ্ছেন কিনা, তার খোঁজখবর নেন মন্ত্রী।
Comments are closed.