বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জিকে তাঁর নির্বাচনী ক্ষেত্রে দেখা যাচ্ছে না, এমন অভিযোগেই এবার তাঁর নামে হুগলির পান্ডুয়ায় নিখোঁজ পোস্টের পড়ল। যা ঘিরে ইতিমধ্যেই তৃণমূল বিজেপির মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
২০১৯ লোকসভা ভোটে হুগলি থেকে জয়ী হন লকেট। তৃণমূলের অভিযোগ, নির্বাচনে জয়ের পর আর লকেটকে দেখা যায়নি। বুধবার পাণ্ডুয়ার বিডিও অফিস, পঞ্চায়েত অফিস এবং তেলিপাড়া মোড় বেশ কয়েকটি জায়গায় নিখোঁজ পোস্টার দেখা যায়। যদিও কারা এই পোস্টার লাগিয়েছেন তা এখনও জানা যায়নি। তৃণমূলের তরফেও এই নিয়ে প্রকাশ্যে কিছু দাবি করা হয়নি।
২০১৯ এর লোকসভা ভোটে হুগলি থেকে জয় পেলেও একুশের বিধানসভা ভোটে চুঁচড়ায় পরাজিত হন লকেট। তৃণমূলের স্থানীয় জেলা নেতৃত্বের অভিযোগ, ২০১৯ লোকসভা নির্বাচনের পর এলাকায় দেখা যায়নি সাংসদকে। করোনা থেকে শুরু করে অম্ফান, কোনও দুর্যোগেই এলাকার মানুষ সাংসদকে পাননি বলে দাবি তৃণমূলের। সেই সঙ্গে ঘাসফুল শিবিরের কটাক্ষ, মানুষ তাঁদের সাংসদকে দেখতে চান, তাই হয়তো এই পোস্টার লাগিয়েছেন।
এদিকে পোস্টার প্রসঙ্গে সাংসদ লকেট চ্যাটার্জি জানালেন, তিনি এখন উত্তরাখণ্ডে রয়েছেন। দলের তরফেই তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। সেই সঙ্গে বিজেপি সাংসদের অভিযোগ, তৃণমূল চক্রান্ত করে এসব কাজ করছে।
Comments are closed.