বাংলার আকাশ বাতাস জুড়ে বইছে পুজোর আনন্দ।কিন্তু বাংলার টেলিভিশন সিরিয়ালের দর্শকদের জন্য সময়টা মোটেও আনন্দের নয়। টিআরপির প্রতিযোগিতা ক্রমশ পিছিয়ে পড়তে পড়তে বন্ধ হতে চলেছে বেশ কয়েকটি বাংলা সিরিয়াল। যদিও এই বিষয়ে অফিসিয়াল কোন তথ্য পাওয়া যায়নি।
জি বাংলার বেশ কয়েকটি বাংলা সিরিয়াল ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে।অপরাজিতা অপু, উমা, কড়ি খেলা, সর্বজয়ার পর এই তালিকায় নাম জুড়তে চলেছে আরো কয়েকটি বাংলা সিরিয়ালের।
জানা যাচ্ছে, টিআরপিতে খারাপ ফলের জন্য বন্ধ হতে চলেছে পিলু।এই ধারাবাহিকটি পিলু-আহিরের গল্প দিয়ে শুরু হলেও ক্রমে গল্পের মোর ঘুরে গিয়ে গল্পের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে মল্লার ও রঞ্জা। সংশ্লিষ্ট মহলের ধারণা সিরিয়ালে এই ধরনের পরিবর্তন দর্শকরা মেনে নিতে পারেননি। তাই ক্রমশ প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে পিলু। এরই সাথে গুঞ্জন পুজোর পরই হয়তো শেষ হয়ে যাবে জি বাংলার মিঠাই সিরিয়ালটি। তবে এই বিষয়ে কোনো প্রামাণ্য তথ্য এখনো অব্দি পাওয়া যায়নি।
এদিকে, মিঠাই বাংলার মানুষের কাছে খুবই জনপ্রিয় একটি ধারাবাহিক। কিন্তু গল্পের একঘেয়েমির জন্য টিআরপিতে সাম্প্রতিককালে পিছিয়ে পড়ে এই সিরিয়ালটি। পাশাপাশি টালিগঞ্জের পাড়ায় আরো খবর পুজোর পর আরও একটি বাংলা সিরিয়াল বন্ধ হয়ে যেতে পারে। তবে দর্শকদের জন্য এই দুঃখের খবর এর পাশাপাশি ভালো খবরও আছে। জানা যাচ্ছে এই তিনটি বাংলা সিরিয়াল বন্ধের পর সেই স্লটে নতুন করে অন্য তিনটি সিরিয়াল আসতে চলেছে। এখন সেই দিকেই তাকিয়ে সিরিয়াল প্রেমিরা।
Comments are closed.