দেবাঞ্জন কাণ্ডের জের, অনুষ্ঠানে যাওয়ার আগে খোঁজ নিতে হবে খুঁটিনাটি, বিধায়কদের নির্দেশ তৃণমূল নেতৃত্বের
কোনও সামাজিক কর্মসূচিতে যেতে গেলে, জানাতে হবে বিধায়কদের। অনুষ্ঠানের সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে হবে বিধায়কদের। কসবায় ভুয়ো টিকাকেন্দ্র নিয়ে তোলপাড়ের পর বিধায়কদের জন্য এমনই নির্দেশিকা জারি করল তৃণমূল। সোমবারের পরিষদীয় বৈঠকে স্পষ্ট করে দেওয়া হয়, কোনও অনুষ্ঠানে যাওয়ার আগে সেখানে আর কারা নিমন্ত্রিত তা জেনে নিতে হবে বিধায়কদের।
এইবার বিধানসভায় তৃণমূলের অনেক নতুন মুখ বিধায়ক আছেন। যাঁরা বিধানসভার রীতিনীতি সবটা জানেননা। সেইসব রীতিনীতি নিয়ে বেশকিছু নির্দেশিকা জারি করল তৃণমূল। তৃণমূলের মহাসচিব তথা পরিষদীয় মন্ত্ৰী পার্থ চ্যাটার্জি জানিয়ে দিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় বা সংবাদমাধ্যমের কাছে কথা। বলার সময় সতর্ক হতে হবে বিধায়কদের। পরিষদীয় রীতিনীতি শিখতে যেতে হবে লাইব্রেরিতে।
এদিন পার্থ চ্যাটার্জি জানান, এবারের বিধানসভার অধিবেশন হবে খুব মারাত্মক। কারণ আগে বিরোধী বাম কংগ্রেস ওয়াক আউট করলেও আলোচনায় অংশ নিত। কিন্তু বিজেপির আচরণ অন্য হতে পারে। বিজেপি বিধায়করা অনেক কিছু বলতে পারেন। কিন্তু পরিষদীয় রীতিনীতি না জেনে প্রতিবাদ করা যাবে না।
তিনি বিধায়কদের উদ্দেশ্যে বলেন, আগামী দুদিন বিধানসভার অধিবেশন গুরুত্বপূর্ণ। সব বিধায়কদের অধিবেশনে উপস্থিত থাকতে হবে। কারণ মঙ্গলবার প্রথম দফায় রাজ্যপালের ভাষণের উপর আলোচনা আছে। দ্বিতীয় দফায় বিধান পরিষদ নিয়ে আলোচনা। বুধবার রাজ্য বাজেট পেশ।
পাশাপাশি, আগামী ১০ এবং ১১ জুলাই জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূল বিধায়করা পথে নামছেন বলে জানা গেছে।
Comments are closed.