মোদীর ব্রিগেডে থাকতে পারেন অভিনেতা অক্ষয় কুমার। রাজ্য বিজেপি সূত্রে জানা গিয়েছে, অক্ষয় কুমারকে ব্রিগেডে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এরআগেও মোদীর সঙ্গে দেখা গিয়েছে অক্ষয় কুমারকে। ২০১৯ লোকসভা নির্বাচনের আগে তিনি মোদীর সাক্ষাৎকার নিয়েছিলেন। এই নিয়ে বিতর্কও হয়। এছাড়াও রাম মন্দির তৈরিতে সাধারণ মানুষের কাছে অনুদান সংগ্রহের জন্য আবেদন করেছিলেন তিনি।
[আরও পড়ুন- মোদীর ব্রিগেড মিঠুন! আরও কি চমক থাকছে বিজেপির সমাবেশে?]
রবিবার মোদীর ব্রিগেড ঘিরে প্রস্তুতি তুঙ্গে। মূল মঞ্চের পাশে তৈরী করা হয়েছে আরও মঞ্চ। জানা গিয়েছে, মূল মঞ্চে থাকবেন মোদী আর অন্য মঞ্চে থাকবেন জেলা নেতৃত্বরা। শনিবার সভাস্থল খতিয়ে দেখেন বিজেপি নেতৃত্ব। সূত্রের খবর, কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় জায়ান্ট স্ক্রিন লাগানো হবে।
অক্ষয় কুমার ছাড়াও মোদীর সভায় উপস্থিত থাকতে পারেন মিঠুন চক্রবর্তী। যদিও এই বিষয়ে কিছু স্পষ্ট করে বলেননি মিঠুন। অন্যদিকে এদিন বিজেপিতে যোগ দিয়েছেন দীনেশ ত্রিবেদী। গত মাসে রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার পর এদিন বিজেপিতে যোগ দেন দীনেশ। মোদীর সভায় তাঁকেও দেখা যেতে পারে।
Comments are closed.