নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী। বাংলা এবং ইংরেজিতে নববর্ষের শুভেচ্ছা বার্তা ট্যুইট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
ট্যুইটে প্রধানমন্ত্রীর বার্তা, বাংলার মানুষের ভালোবাসা আর প্রাণ স্পন্দন প্রকৃত অর্থেই মন ছুঁয়ে যায়। নতুন বছর সকলের জীবনের সুখ ও সমৃদ্ধি নিয়ে আসুক। সকলে সুস্বাস্থ্যের অধিকারী হউন। ভারতীয়দের পাশাপাশি তিনি বিশ্বের নানান প্রান্তে ছড়িয়ে থাকা সকল বাঙালিদের বাংলার নতুন বছরের শুভেচ্ছা জানান। লেখেন, পয়লা বৈশাখে ভারত এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা বাঙালিদের আমার আন্তরিক শুভেচ্ছা।
Greetings on Poyla Boishakh.
Shubho Nabo Barsho! pic.twitter.com/ctH3S5WcMb
— Narendra Modi (@narendramodi) April 15, 2021
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও এদিন ট্যুইট করে নববর্ষের শুভেচ্ছা জানান। তিনি ট্যুইটে লেখেন, নব আনন্দে জাগো আজি নববিকরণে/শুভ্র সুন্দর প্রীতি-উজ্জ্বল নিমর্ল জীবনে।
ট্যুইটের দ্বিতীয় অংশে রাজ্যবাসীর উদ্দেশে মুখ্যমন্ত্রীর বার্তা, ১৪২৮ কাটুক নিরাপদে, আনন্দে ও সুখ-শান্তিতে।
"নব আনন্দে জাগো আজি নবরবিকিরণে
শুভ্র সুন্দর প্রীতি-উজ্জ্বল নির্মল জীবনে।।"শুভ নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।
১৪২৮ কাটুক নিরাপদে, আনন্দে ও সুখ-শান্তিতে।— Mamata Banerjee (@MamataOfficial) April 15, 2021
প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর পাশাপাশি, পয়লা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়।
Comments are closed.