কর্ণাটকের ভোট প্রচারে প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চে খনি কেলেঙ্কারিতে অভিযুক্ত রেড্ডি ভাইরা, শুরু বিতর্ক
কর্ণাটকের আসন্ন বিধানসভা ভোট প্রচারে বৃহস্পতিবার বেল্লারির রেড্ডি ভাইদের সঙ্গে এক মঞ্চে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে। সিদ্দারামাইয়া সরকারের আগে বিজেপি কর্ণাটকে ক্ষমতাসীন থাকার সময়ে বিধায়ক হিসেবে রেড্ডি ভাইদের নাম জড়িয়ে যায় খনি দুর্নীতির সঙ্গে। বেল্লারি হল কর্ণাটকের অন্যতম আকরিক সমৃদ্ধ জেলা। আসন্ন নির্বাচনেও টিকিট দেওয়া হয়েছে গালি সোমশেখরা রেড্ডিকে। বিজেপির প্রকাশিত দ্বিতীয় প্রার্থী তালিকায় নাম ছিল সোম শেখরা রেড্ডির। কংগ্রেস ইতিমধ্যেই প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে শুরু করেছে রেড্ডি ভাইদের টিকিট দেওয়া থেকে শুরু করে দুর্নীতির দায়ে অভিযুক্ত তাঁদের সঙ্গেই মোদীর মঞ্চ ভাগ করে নেওয়ার প্রসঙ্গ। নির্বাচনী ফায়দা তুলতে ইতিমধ্যেই এই ইস্যুতে ট্যুইটও করেছেন সিদ্দারামাইয়া। ট্যুইট বার্তায় সিদ্দারামাইয়া মোদীকে কটাক্ষ করে লিখেছেন, ‘বিজেপির প্রার্থী তালিকা তাক লাগিয়ে দেওয়ার মতো। তালিকাভুক্ত রয়েছেন এমন প্রার্থীরা যাঁদের বিরুদ্ধে ৩৫ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। যে মামলা এখনও আদালতের বিচারাধীন’।