বিশ্বের দরবারে ভারতের শক্তিবৃদ্ধি করেছে বলেই ইউক্রেন থেকে ভারতীয় পড়ুয়ারা ফিরতে পারছেন। এমনিই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার উত্তরপ্রদেশের শোনভদ্রতে একটি নির্বাচনী সভা করেন মোদী।
সেখানে তিনি তুলে ধরেন ইউক্রেনের পরিস্থিতির কথা। এরপর মোদী বলেন, সেই দেশ থেকে ভারতীয়দের ফিরিয়ে আনতে শিব রকমের চেষ্টা করা হচ্ছে। আর সকলকেই ফিরিয়ে আনার আশ্বাস দেন মোদী।
যুদ্ধ কবলিত ইউক্রেনে আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের ফিরিয়ে আনতে ‘অপারেশন গঙ্গা’ নামে একটি বিশেষ অভিযান শুরু করেছে ভারত। কয়েকশো পড়ুয়া ফিরেও এসেছে। কিন্তু মঙ্গলবার খারকিভে রুশ মিসাইল হামলায় মৃত্যু হয় এক ভারতীয় ছাত্রের। এরপরেই বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী তিন দিনে ২৬টি বিমানে ভারতীয়দের ইউক্রেন থেকে ফিরিয়ে আনা হবে।
Comments are closed.