তাপমাত্রা ঘোরাফেরা করছে হিমাঙ্কের কাছে। আর তার মধ্যেই রিয়েল কাশ্মীর এর বিরুদ্ধে আই লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে শ্রীনগর পৌঁছে গেল মোহনবাগান। এদিন সকালে কলকাতা থেকে রওনা দিয়ে দুপুরে উপত্যকায় পৌঁছালো মোহনবাগান। প্রবল ঠান্ডায় এদিন আর অনুশীলন রাখেননি মোহনবাগান কোচ। কাশ্মীরের ঠান্ডার সঙ্গে লড়াই করতে আলাদা করে শীতের পোশাক নিয়ে গেছেন মোহনবাগান ফুটবলাররা। ৫ ই জানুয়ারির ম্যাচে মোহনবাগান এর মূল প্রতিপক্ষ রিয়াল কাশ্মীর এফসি নয়। এই প্রবল ঠান্ডা। আর তার সঙ্গে মানিয়ে নিতে দুদিন আগেই কাশ্মীর পৌঁছেছে মোহনবাগান।
রিয়াল কাশ্মীর এফসিকে নিয়ে বাগান কোচ কিবু ভিকুনা বলছেন, ‘এবারের আই লিগের অন্যতম কঠিন প্রতিপক্ষ। ওরা ভীষণ টাফ ফুটবল খেলে। আমরা সব দিক ভেবেই প্রস্তুতি নিয়েছি। শ্রীনগরে ঠান্ডা নিয়ে অবশ্যই ফুটবলারদের সমস্যা হবে। তবে মানিয়ে নেওয়া ছাড়া কোন উপায় নেই। সব প্রতিবন্ধকতাকে হারিয়েই আমরা তিন পয়েন্টের লক্ষ্যে মাঠে নামব।’
রিয়াল কাশ্মীর এফসি বিরুদ্ধে ম্যাচে মোহনবাগান জার্সিতে অভিষেক হচ্ছে নবাগত স্ট্রাইকার পাপা বাবাকার দিলওয়ার। তাকে হয়তো প্রথম থেকেই ব্যবহার করবেন মোহনবাগান কোচ।
Comments are closed.