স্প্যানিশ স্ট্রাইকার সালভা চামোরোকে নিয়ে বারবার প্রশ্ন উঠেছিল। শেষ পর্যন্ত আই লিগের প্রথম ম্যাচগুলি দেখে নিয়ে তাঁকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত নেয় মোহনবাগান। বদলে নিয়ে আসা হয় সেনেগালের স্ট্রাইকার পাপা বাবাকার দিওয়ারাকে। বাবা খেলেছেন লা লিগার বিখ্যাত ক্লাব সেভিয়ায়। সোমবার থেকেই অনুশীলনে নেমে পড়েছেন তিনি। বছরের শেষ দিনেও দুপুরবেলা মোহনবাগান মাঠে অনুশীলন করলেন তিনি। তাঁর বল ধরা, ছাড়া দেখে বোঝাই যায়, বেশ ভালো মানের ফুটবলার তিনি।
অনুশীলন দেখে আরও একটা বিষয় পরিষ্কার, গোলটা ভালই চেনেন সেনেগালের স্ট্রাইকার। অনুশীলনে যে কটি শট নিলেন, সবকটিই থাকলো তিন কাঠির মধ্যে। তাঁকে দেখে বেশ উচ্ছ্বসিত মোহনবাগানের স্প্যানিশ কোচ কিবু ভিকুনা। অনেক আগে থেকেই তিনি চেনেন বাবাকে। তাঁর পছন্দেই বাবা এসেছেন মোহনবাগানে। ৫ জানুয়ারি শ্রীনগরে রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ। এই ম্যাচে মোহনবাগান জার্সিতে অভিষেক হবে বাবার। মঙ্গলবার সকালে মোহনবাগানের হয়ে খেলতে কলকাতায় চলে এলেন আরেক বিদেশি স্ট্রাইকার কোরনভ। এখন দেখার মোহনবাগানের এই নয়া স্ট্রাইকার জুটি কতটা সাফল্য দিতে পারেন দলকে। তবে বলাই যায় মোহনবাগান সমর্থকরা কিন্তু স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছেন।
Comments are closed.