মহুয়া মৈত্রর স্বজনপোষণ অভিযোগের প্রেক্ষিতে পাল্টা জবাব দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। আর তাতেই নয়া মাত্রা পেয়েছে মহুয়া বনাম জগদীপ ধনখড় ট্যুইট-যুদ্ধ!
রবিবারই ট্যুইট করে মহুয়া জানতে চান রাজভবনে ছ’জন OSD এর নিয়োগ কীসের ভিত্তিতে হয়েছে?
And Uncleji- while you’re at it- take the extended family you’ve settled in at WB RajBhavan with you. pic.twitter.com/a8KpNjynx9
— Mahua Moitra (@MahuaMoitra) June 6, 2021
২৪ ঘণ্টার মধ্যেই জবাব দেন রাজ্যপাল ধনখড়। সকাল ৯ টা ৩৭ মিনিটে আসে জগদীপ ধনখড়ের ট্যুইট।
Assertion @MahuaMoitra in tweet & Media that six coterminous appointee OSDs in personal staff are relatives is FACTUALLY WRONG.
OSDs are from three states and belong to four different castes.
None of them is part of close family. Four of them are not from my caste or state.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) June 7, 2021
২০ মিনিটের মধ্যে রাজ্যপালের ট্যুইটকে ট্যাগ করে মহুয়া আবার ট্যুইট করেন। লেখেন, আঙ্কেল জি’কে এখনই জানাতে হবে, ওই ৬ ওএসডির কলকাতা রাজভবনে অন্তর্ভুক্তির প্রেক্ষাপট কী? এবার বিজেপি আইটি সেলও এবার আপনাকে বাঁচাতে পারবে না। আপনার ভারতের উপ রাষ্ট্রপতি হওয়া হল না!
Asking Uncleji to lay out right here what antecedents of the appointees are & how each one got into Raj Bhavan.
Do it NOW.
BJP IT Cell can’t get you out of this one Uncleji..
And I don’t think Vice President of India also happening for you https://t.co/CMstjlsG6f
— Mahua Moitra (@MahuaMoitra) June 7, 2021
এবার দেখার রাজভবন কী জবাব দেয়। সব মিলিয়ে ট্যুইট পাল্টা ট্যুইটে ফের একবার তৃণমূল বনাম রাজ্যপাল সংঘাতে সরগরম বাংলার রাজনীতি।
Comments are closed.