সংযুক্তিকরণের ভাবনা মাথায় না এনে জয় চাইছেন মোহনবাগান কোচ

দিন তিনেক আগেও মনে হচ্ছিল, এই বড় ম্যাচ মোহনবাগানের জন্য খুব সোজা। কারণ, দুরন্ত ফর্মে আছে মোহনবাগান। পরপর ম্যাচ জিতে আই লিগের শীর্ষে। উল্টোদিকে ইস্টবেঙ্গলের পারফরমেন্সের হাল বেশ খারাপ। দুটি ম্যাচ হেরে পাহাড় প্রমাণ চাপে লাল হলুদ। কিন্তু এটিকের সঙ্গে মোহনবাগানের সংযুক্তিকরণের পর পরিস্থিতি পাল্টেছে। একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে, এই মরসুমে ভালো পারফরমেন্স করলেও, পরের বছর হয়তো অনেক ফুটবলারেরই জায়গা হবে না দলে। এমনকী মোহনবাগানকে আই লিগ দিতে পারলেও কোচের দায়িত্বে থাকা হবে না কিবু ভিকুনার। কারণ, এটিকে পরের বছরও হাবাসকেই রাখবে। তাই সব মিলিয়ে কিছুটা হলেও তাল কেটেছে মোহনবাগান শিবিরে।
তবে মোহনবাগান কোচ কিবু ভিকুনা চেষ্টা করছেন দলের ছন্দ যেন নষ্ট না হয়। চেষ্টা করছেন মোহনবাগান কর্তারাও। সংযুক্তিকরণের প্রশ্ন উঠলে মোহনবাগান কোচ বলছেন, ‘আমরা খুব ভালো জায়গায় আছি। দল ফর্মে থাকা অবস্থায় বড় ম্যাচ খেলতে নামছে। তাই আপাতত আমাদের ফোকাস শুধুই বড় ম্যাচ। আর কিছু নিয়ে আমরা ভাবছি না।’
মোহনবাগানের স্ট্রাইকার বাবা দিওয়ারা এখনও তেমন কিছু করে উঠতে পারেননি। তবে তাঁকে আরও সময় দিতে চাইছেন মোহনবাগান কোচ। তিনি বলছেন, ‘ওর প্রতিভা আমরা জানি। তাই ওকে নিয়ে ধৈর্য ধরতে চাই।’

 

Comments are closed.