রেনবোকে হারিয়ে ‌লিগ জয়ের আশা বাঁচিয়ে রাখল ইস্টবেঙ্গল, উঠে এল দু’নম্বরে

কলকাতা লিগ জয়ের আশা বাঁচিয়ে রাখল ইস্টবেঙ্গল। শুক্রবার কাদা মাঠে রেনবো এফসসিকে ১-০ গোলে হারাল লাল-হলুদ। পেনাল্টি থেকে একমাত্র গোলটি করলেন স্প্যানিশ স্ট্রাইকার মার্কোস। এই জয়ের ফলে ৯ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দ্বিতীয় স্থানে উঠে এল ইস্টবেঙ্গল।
ঘরের মাঠে রোজ একই সমস্যার সম্মুখীন হচ্ছেন ইস্টবেঙ্গলের খেলোয়াড়রা। বৃষ্টি, এবং তার ফলে কাদা মাঠ। শুক্রবার নিউ বারাকপুর রেনবোর বিরুদ্ধে ম্যাচ খেলতে নামে লাল-হলুদ ব্রিগেড। প্রশান্ত চক্রবর্তীর বদলে রেনবোর বর্তমান কোচ ইস্টবেঙ্গলের ঘরের ছেলে সৌমিক দে। লিগ টেবিলের ১১ নম্বরে রয়েছে রেনবো।  ম্যাচের প্রথমার্ধে বেশ কিছুটা সময় কাদার কারণে শরীরের ভারসাম্য রাখতে অসুবিধে হচ্ছিল দুই দলের খেলোয়াড়দের। মাঠে ঘাসের নীচে জমা জলে বারবার আটকে যাচ্ছিল বল। তাই দু’পক্ষেরই আক্রমণ সেভাবে দানা বাঁধতে পারেনি। ২২ মিনিটের মাথায় রেনবোর রিচার্ডকে হলুদ কার্ড দেখানো হয়। প্রথমার্ধের ৩৫ মিনিটে পেনাল্টি বক্সের মধ্যে রোনাল্ডো অলিভিয়েরাকে ফাউল করা হয়। ফলে ইস্টবেঙ্গলের অনুকূলে পেনাল্টি দেন ম্যাচ রেফারি। ৩৬ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করেন মার্কোস এস্পাদা। এই মরসুমে দলের হয়ে প্রথম গোল মার্কোসের। এরপর অভিষেকের পাস থেকে সেন্টারে পা ছোঁয়াতে না পারায় সহজ সুযোগ মিস করেন মার্কোস। দ্বিতীয়ার্ধে তিনটি পরিবর্তন করেন ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ। মাঠে আসেন ডিকা, কোলাডো এবং ব্র্যান্ডন। লক্ষ্য ছিল, গোল পার্থক্য বাড়িয়ে নেওয়া। ম্যাচের ৭০ মিনিটে রেনবোর কাজিমের শট পোস্টে লেগে প্রতিহত হয়। ম্যাচের বাকি সময়টা বেশ কিছুটা রক্ষণাত্মক ফুটবল খেলে আলেজান্দ্রো মেনেন্দেজের দল। ফলে ১-০ গোলে নিউ বারাকপুর রেনবোকে হারিয়ে ৩ পয়েন্ট আদায় করে লাল হলুদ ব্রিগেড।

Comments are closed.