সেই ১৯ জুন দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকেছে। নির্ধারিত সময়ের ৮ দিন পর। তবে জুলাই মাসে শেষ হতে চললেও ভারী বৃষ্টির দেখা নেই। সারাদিন মেঘলা আকাশ, দু এক পশলা বিক্ষিপ্ত বৃষ্টি। দক্ষিণবঙ্গে বর্ষার পরিস্থিতি এমনটাই। এই অবস্থায় আরও আশঙ্কার খবর দিল আবহাওয়া দফতর।
হওয়ার অফিস জানিয়েছে, রাজ্যের উপর বর্ষার কোনও সিস্টেম সক্রিয় নয়। ফলে বৃষ্টির ঘাটতি আরও বাড়বে। জানা গিয়েছে, পশ্চিম মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। ঘূর্ণাবর্তটি রয়েছে দক্ষিণ ওড়িশা এবং মধ্যপ্রদেশের বিদর্ভ ছত্রিশগড় এলাকায়। ২৪ ঘন্টায় এটি নিম্নচাপে পরিণত হতে পারে। যদিও তাতে করে ওড়িশা বৃষ্টি বাড়লেও বাংলায় তেমন সম্ভবনা নেই। দক্ষিণবঙ্গের উপকূলের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝরি বৃষ্টি হবে বলে জানানো হয়েছে।
সোমবারও দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকবে। প্রতিটি জেলাতেই বজ্রবিদুৎ সহ হালকা বৃষ্টি হবে। তবে ভারী বৃষ্টির সম্ভবনা কার্যত নেই। সব মিলিয়ে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি থেকেই যাচ্ছে।
Comments are closed.