তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে আরও বিনিয়োগ বাংলায়, তৈরি হবে স্মার্ট মিটার

তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে ভারতের মধ্যে অন্যতম সেরা গন্তব্য কলকাতা। তবে এখনও পর্যন্ত কলকাতা-সহ রাজ্যে যে লগ্নি এসেছে, তার সবটাই সফ্টওয়্যার ক্ষেত্রে। এই প্রথম হার্ডওয়্যার ক্ষেত্রে বড় লগ্নি আসছে রাজ্যে।

ইউরোপের সংস্থা ইসক্রামেকো ইন্টিগ্রেটেড স্মার্ট মিটার সলিউশনসে রাজ্যে ১ হাজার কোটি টাকার বেশি লগ্নি করছে। আগামী তিন বছরের মধ্যে নিউ টাউনে বেঙ্গল সিলিকন ভ্যালি হাবে তারা স্মার্ট মিটার উৎপাদনের প্রকল্প গড়ে তুলবে। সৃষ্টি হবে কয়েক হাজার কর্মসংস্থান।
ইসক্রামেকো ইন্ডিয়া সূত্রে খবর, বেঙ্গল সিলিকন ভ্যালি হাবে ৫ একর জমিতে প্রিন্টেড সার্কিট বোর্ড অ্যাসেম্বলিং (পিসিবিএ) ও স্মার্ট মিটার উৎপাদন করা হবে।

এই প্রকল্পে সব মিলিয়ে ১ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ হবে। প্রস্তাবিত প্রকল্পে একাধিক অনুসারী তথ্যপ্রযুক্তি সংস্থাকে ইউনিট গড়ার জন্য জায়গা দেবে ইসক্রামেকো। নিউ টাউনের প্রস্তাবিত প্রকল্পে আপাতত বিদ্যুতের স্মার্ট মিটার উৎপাদনের পরিকল্পনা রয়েছে ইসক্রামেকো-র। তবে ভবিষ্যতে জল ও গ্যাসের স্মার্ট মিটারও সেখানে উৎপাদন করা হতে পারে।

কলকাতা-সহ আসানসোল, দুই বর্ধমান, দুই ২৪ পরগনায় মূলত এই কাজ করছে ইসক্রামেকো। তাদের তৈরি প্রিপেড স্মার্ট মিটার ইনস্টল করছে ওয়েবল।

Comments are closed.