আরও পুজো স্পেশাল ট্রেন, কলকাতা-শিলিগুড়ির মধ্যে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত উত্তর-পূর্ব রেলের

পুজোয় আরও ট্রেন বাড়ানোর সিদ্ধান্ত নিল উত্তর-পূর্ব রেল। উত্তর-পূর্ব রেলের জন সংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন, পুজোর মরশুমে এই ট্রেন গুলি কলকাতা শিলিগুড়ি রুটে চলবে। পুজোর সময় অনেকেই উত্তরবঙ্গ ঘুরতে যান। এই মুহুর্তে উত্তরবঙ্গ যাওয়ার ট্রেনে কোনও সিট নেই। তাই পুজোর সময় চলতি ট্রেনগুলিতে ভিড় কমাতে আরও ট্রেনের সংখ্যা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিল উত্তর-পূর্ব রেল।

জানা গিয়েছে, নিউ জলপাইগুড়ি ও হাওড়া লাইনে যে ট্রেনগুলি সামার স্পেশাল, সেইগুলি পুজোর মরশুমে চালানো হবে। নিউ জলপাইগুড়ি থেকে স্পেশাল ট্রেনটি ২০ এবং ২৭ সেপ্টেম্বর ছাড়বে। এছাড়াও পুজো উপলক্ষ্যে বিশেষ ট্রেনটি নিউ জলপাইগুড়ি থেকে ছাড়বে ৩, ১০, ১৭ এবং ২৪ অক্টোবর। এছাড়াও হাওড়া থেকে ছাড়বে ১৯, ২৬ সেপ্টেম্বর এবং ২, ৯, ১৬, ২৩ ও ৩০ অক্টোবর।

জানা গিয়েছে, নিউ জলপাইগুড়ি থেকে ৫  অক্টোবর এবং হাওড়া থেকে ৬ অক্টোবর একটি পুজো স্পেশাল ট্রেন ছাড়বে। শিয়ালদহ থেকে ৩০ সেপ্টেম্বর ছাড়বে একটি পুজো স্পেশাল ট্রেন।  পাশাপাশি নিউ জলপাইগুড়ি থেকে ১৭ সেপ্টেম্বর থেকে চালু হওয়া সাপ্তাহিক সামার স্পেশাল ট্রেনটি ২৯ সেপ্টেম্বর পর্যন্ত এবং সাঁতরাগাছি থেকে ১৬ সেপ্টেম্বর চালু হওয়া ট্রেনটি ২৮ অক্টোবর পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেল।

Comments are closed.