পুজোর আগেই ৬২ লক্ষের বেশি রেশন কার্ড নিষ্ক্রিয়, বিধানসভায় জানালেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ

পুজোর আগেই ৬২ লক্ষের বেশি রেশন কার্ড নিষ্ক্রিয় করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। জানালেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। এইসব রেশন কার্ডের মধ্যে আছে মৃত, অস্তিত্বহীন ও ভুয়ো কার্ড। এই মুহূর্তে রাজ্যে সক্রিয় কার্ডের সংখ্যা ৮ কোটি ৯৭ লক্ষ বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী।

বৃহস্পতিবার বিধানসভায় খাদ্যমন্ত্রী বলেন, যে ৬২ লক্ষ ২৪ হাজার রেশন কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে, এরমধ্যে কিছু ভুল হয়ে থাকলে ফের কার্ড সক্রিয় করা যেতে পারে। খাদ্যমন্ত্রী জানিয়েছেন, কোনও উপভোক্তার যদি মৃত্যু হয় বা তিনি যদি রেশন নিতে অনিচ্ছুক হয়, কেউ যদি দীর্ঘদিন ধরে রেশন না তোলেন তবে কার্ড নিষ্ক্রিয় করা হবে। তবে পাশাপাশি দুয়ারে সরকারের মাধ্যমে ২৬ লক্ষ নতুন রেশন কার্ড তৈরি করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ।

উল্লেখ্য, রেশন কার্ড গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা দেওয়া হবে জানিয়েছিল রাজ্য সরকার। ২৩ সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত বিশেষ ভর্তুকি সহ ময়দা, চিনি, সরষের তেল, পাম তেল কম টাকায় পাওয়া যাবে।  পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দফতরের ওয়েবসাইট- www.food.gov.in- এ সব তথ্য পাওয়া যাবে। এছাড়াও টোল ফ্রি ফোন নম্বর- 1967/ 18003455505 ফোন করেও তথ্য জানা যাবে।  9903055505 নম্বরে হোয়াটসঅ্যাপ করেও বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

Comments are closed.