বেশ কয়েকদিন ধরেই কেন্দ্রকে একের পর এক তোপ দাগছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ। পাটশিল্প নিয়ে কেন্দ্রীয় নীতির তীব্র সমালোচনা করে কয়েকদিন আগে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযূষ গোয়েলের বিরুদ্ধে সরব হয়েছিলেন অর্জুন। তাঁর অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রী কোনও কথাই শুনতে চাইছেন না। এবার আরও এক ধাপ এগিয়ে অর্জুনের হুঁশিয়ারি, পাট শিল্পের সমস্যা নিয়ে দিন কয়েকের মধ্যেই জুট কমিশনারের অফিসের সামনে ধর্ণা দেবেন তিনি।
ব্যারাকপুরের সাংসদের বিস্ফোরক অভিযোগ, জুট কমিশনারের দুর্নীতির কারণেই জুট শিল্প আজ ধ্বংসের মুখে। বিজেপি সাংসদ এদিন সাংবাদিক বৈঠক করে বলেন, ইতিমধ্যেই ব্যারাকপুর অঞ্চলে ১৪ টি জুট মিল বন্ধ হয়েছে, ১০ টি বন্ধের মুখে। এই পরিস্থিতির এখনই পরিবর্তন দরকার। জুট কমিশনারের নাম করে অর্জুনের তোপ, মলয় চক্রবর্তী একজন দুর্নীতিগ্রস্থ লোক। উনি প্লাস্টিক লবিকে ঢোকানোর চেষ্টা করছেন। সেই সঙ্গে তিনি আরও জানান, গত ১৩ ডিসেম্বর তিনি এবং লকেট চ্যাটার্জি মলয় চক্রবর্তীর সঙ্গে বৈঠক করেছিলেন। অর্জুনের অভিযোগ, সেই সরকারী মিটিংয়ের মিনিটস প্রকাশ করা হয়নি।
এই ঘটনায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন অর্জুন সিংহ। সেই সঙ্গে তাৎপর্যপূর্ণ ভাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিরও হস্তক্ষেপ দাবি করেছেন। পাশাপাশি ওড়িশা, বিহার, অসমেরও মুখ্যমন্ত্রীদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ব্যারাকপুরের সাংসদ।
কেন্দ্রের বিরুদ্ধে সরব হওয়ার জেরে স্বাভাবিকভাবেই বিজেপির অন্দরে অস্বস্তি বেড়েছে। যদিও সাংসদের যুক্তি, তিনি দলের বিরুদ্ধে পদক্ষেপ করছে না। আবার পরক্ষনেই তৃণমূল নেত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন। সেই সঙ্গে অর্জুনের হুঁশিয়ারি, তাঁর সঙ্গে কেউ না থাকলে তিনি একাই আন্দোলনের পথে এগিয়ে যাবেন। ২০২৪ এর লোকসভার আগে অর্জুনের এই সরব হওয়া নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। ফের একবার কি তৃণমূলে ফিরছেন ব্যারাকপুরের সাংসদ? অর্জুনের উত্তর এখনও পর্যন্ত তো তৃণমূলের বিরুদ্ধে লড়ছি।
Comments are closed.