পানীয় জলের পাইপ বসানোর জন্য মাটি খোঁড়া হচ্ছিল। আর মাটির তলাতেই মিলল ঘড়া ভর্তি রূপোর মুদ্রা। ঘটনাটি সিরাজের শহর মুর্শিদাবাদের। জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পুরসভার পানীয় জলের পাইপ লাইনের জন্য মাটি খোঁড়ার কাজের সময় একটি মাটির ঘড়া উদ্ধার হয়েছে। যাতে মিলেছে ২০ টি প্রাচীন রূপোর মুদ্রা। এই খবর প্রকাশ্যে আসতেই তোলপাড় পড়ে যায় মুর্শিদাবাদে।
জানা গিয়েছে, মঙ্গলবার সকালে পুরসভার তরফে পানীয় জলের পাইপ বসানোর কাজ হচ্ছিল। তখনই ঘড়া ভর্তি মুর্দ্রা উদ্ধার হয়েছে। বর্তমানে ২০ টি রূপোর মুদ্রা জিয়াগঞ্জ থানার পুলিশ উদ্ধার করেছে। বিশেজ্ঞরা জানাচ্ছে, রূপোর মুদ্রাগুলি মোঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সময়ের। ওই সময়ে মুর্শিদাবাদের টেঁকশালে মুদ্রাগুলো তৈরি হয়ে থাকতে পারে।
ইতিহাসের শহর মুর্শিদাবাদ। এক সময় বাংলা, বিহার, ওড়িশার রাজধানী। গোটা জেলা জুড়েই অজস্র ঐতিহাসিক নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। অসংখ্য পর্যটক ভীড় করে সেসব দেখতে। তবে মঙ্গলবার মাটির তোলা থেকে যেভাবে ‘গুপ্তধন’ উদ্ধার হয়েছে তাতে করে ফের আলোচনা শুরু হয়েছে। জানা গিয়েছে যে অঞ্চল থেকে মাটির ঘড়াটি উদ্ধার হয়েছে, তার আসেপাশেও খননকার্য চালানো হচ্ছে। মনে করা হচ্ছে আরও এধরণের মুদ্রা মিলতে পারে।
Comments are closed.