SSKM ভর্তি হলেন মুকুল রায়। বেশ কিছু শারীরিক সমস্যা নিয়ে বুধবার দুপুর ১২টা নাগাদ এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে ভর্তি হন তিনি। বর্তমানে ১০৩ নম্বরে কেবিনে রাখা হয়েছে তাঁকে।
হাসপাতাল সূত্রে খবর, বেশকিছু শারীরিক সমস্যা নিয়ে এদিন হাসপাতলে ভর্তি হোন তিনি। জানা গিয়েছে তাঁর চিকিৎসায় সাত সদস্যের একটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। নিউরো মেডিসিন, মেডিসিন বিশেষজ্ঞ সহ সাতজন চিকিৎসক নিয়ে মেডিক্যালে বোর্ড গঠন করা হয়েছে হাসপাতালের তরফে।
সম্প্রতি বেশ কয়েকবার সংবাদ মাধ্যমের সামনে ‘এলোমেলো’ মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন বর্ষীয়ান এই রাজনীতিক। বিধানসভা ভোটের ফল প্রকাশের পরেই তৃণমূলে ফিরে গিয়েছেন এক সময়ের বিজেপি সর্ব ভারতীয় সহ সভাপতি। তৃণমূল ফিরলেও কৃষ্ণনগর উত্তরের উপনির্বাচন নিয়ে তিনি মন্তব্য করেন, উপনির্বাচনে তৃণমূল পরাজিত হবে। ঘাসফুল শিবিরে ফিরে এসেও তাঁর এধরনের মন্তব্যে তুমুল হইচই হয়। যদিও পরে তিনি শুধরে নেন। তবে এখানেই শেষ নয়, বিধানসভার বাইরে দাঁড়িয়ে তিনি বলেন, বিজেপির টিকিটে যদি কৃষ্ণনগর উত্তরে দাঁড়ান তবেই জিতবেন। তৃণমূলের টিকিটে নয়। ফের একবার তাঁর মন্তব্য নিয়ে তোলপাড় শুরু হয়।
মুকুল পুত্র দাবি করেন, মায়ের মৃত্যুর পরে থেকেই বাবা কিছুটা অসুস্থ। মুকুল রায়ের শরীরে সোডিয়াম পটাশিয়ামের ভারসাম্য নষ্ট হওয়া জনিত সমস্যা দেখা দিয়েছে বলেও পরিবার সূত্রে খবর। এদিন সেই সংক্রান্ত অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হতে পারেন বলে ওয়াকিবহাল মহলের একাংশ মনে করছেন। যদিও হাসপাতালের তরফে এখনও কিছু জানানো হয়নি।
Comments are closed.