পাব্লিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিলেন মুকুল রায়। সোমবার ই-মেল করে বিধানসভার স্পিকার বিমান ব্যানার্জিকে ইস্তফাপত্র পাঠান তিনি।
বিধানসভা সূত্রে খবর, গত শুক্রবার বিধানসভার ৪১ টি কমিটির মেয়াদ শেষ হয়। এরপর পি-এসি চেয়ারম্যান পদে মুকুল রায়ের মেয়াদ আরও এক বছর বাড়ানোর প্রস্তাব পাস হয়েছিল বলে খবর। কিন্তু তার আগেই সোমবার এই পদ থেকে ইস্তফা দেন তিনি। মুকুল রায়ের পরে ওই পদের দায়িত্ব কে পাবেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। সাধারণ পি-এসি-র চেয়ারম্যানে পদে বিরোধী দলের বিধায়কদের মধ্যে কাউকে বেছে নেওয়া হয়।
উল্লেখ্য একুশের বিধানসভা ভোটে বিজেপির টিকিটে কৃষ্ণনগর উত্তর থেকে জয়ী হন মুকুল রায়। এর কয়েকদিন পরে ফের তৃণমূলে প্রত্যাবর্তন ঘটে তাঁর। এর মধ্যেই পিএসি চেয়ারম্যানও করা হয় তাঁকে। এদিকে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবি তোলে রাজ্যের বিরোধী দল। স্পিকার বিমান ব্যানার্জি হয়ে সেই দাবি নিয়ে হাইকোর্টেরও দ্বারস্থ হন বিরোধী দলনেতা। আর তাঁকে ঘিরে চলা বিতর্কের মাঝেই পিএসি চেয়ারম্যান পদ ছাড়লেন মুকুল রায়।
Comments are closed.