মুকুল রায়ের দিল্লির বাড়িতে বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডল। মুকুল রায়ের ঘর ওয়াপসির পর অনেক বিজেপি নেতার তৃণমূলে আসার জল্পনা তৈরি হয়। তাঁদের মধ্যে নাম ছিল সুনীল মন্ডলের। সোমবার রাতের মুকুল রায়ের সঙ্গে তাঁর সাক্ষাৎ তৃণমূলে আসার জল্পনা আরও বাড়িয়ে দিল।
এদিন মুকুল রায়ের বাড়ি থেকে বেরোনোর সময় সাংবাদিকদের দেখে মুখ ঢাকা দেন সুনীল মন্ডল। সাংবাদিকদের প্রশ্নের উত্তরও এড়িয়ে যান তিনি।
সোমবার রাতে মুকুলের সঙ্গে সুনীল মন্ডলের দেখা হওয়ার পরই তাঁর বিরুদ্ধে পোস্টার দেখা যায় বিভিন্ন জায়গায়। সেখানে তাঁকে গদ্দার বলে উল্লেখ করেন তৃণমূল কর্মীরা। ভোটের আগে সুনীল মন্ডলকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানকারী গদ্দারকে তৃণমূলে ফেরানোর প্রতিবাদ জানানো হয়।
শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের পরেই বর্ধমান পূর্বের তৃণমূল সাংসদ সুনীল মণ্ডল সাংসদ পদ থেকে ইস্তফা না দিয়েই বিজেপিতে যোগ দেন। কাঁথির তৃণমূল সাংসদ শিশির অধিকারীর পাশাপাশি সুনীল মণ্ডলের সাংসদ পদ খারিজ করতে সুর চড়িয়েছে তৃণমূল। এরমধ্যেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মুখ খুলেছিলেন সুনীল মন্ডল। বলেছিলেন,
শুভেন্দু যে কথা দিয়েছিল, তা রাখেনি।
Comments are closed.