করোনা ভাইরাসকে ভয় কীসের? সঙ্গে আছেন রাজনীতিবিদরা। যারা নিরলসভাবে সেবা করবেন। প্রয়োজনে মাস্ক, স্যানিটাইজার, রক্তের জোগান দেবেন।
সম্প্রতি সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই মেসেজ। যেখানে তৃণমূল-বিজেপি মিলিয়ে প্রায় ১৪ জন প্রার্থীর নাম সহ ফোন নম্বর দেওয়া রয়েছে। সেখানে আছে মুকুল রায়, শুভেন্দু অধিকারী, রাজীব ব্যানার্জি, বাবুল সুপ্রিয়, রাজ চক্রবর্তী, সায়নী ঘোষের মতন নেতাদের নাম ও মোবাইল নম্বর।
করোনা কেড়ে নিচ্ছে বহু প্রাণ। অক্সিজেন পাওয়া যাচ্ছে না। হাসপাতালে অমিল বেড। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে এই মেসেজ।
করোনাকালে বাংলায় চলছে ভোট। প্রচারে কোনও খামতি রাখেনি কোনও রাজনৈতিক দল। একাধিক জনসভা থেকে রোড শো, বাড়ি বাড়ি গিয়ে প্রচার করতে দেখা গিয়েছে প্রার্থীদের। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের প্রশ্ন, করোনার দ্বিতীয় ঢেউয়ে উত্তাল গোটা দেশ। এই সময় রাজনৈতিক নেতারা কোথায়? সোশ্যাল মিডিয়ায় নম্বর ছড়িয়ে পড়তেই শুরু হয় ফোন। কয়েকজন ফোন বন্ধ করে দিয়েছেন বলেও খবর। যদিও কোনও নম্বরেই ফোন করে সত্যতা যাচাই করেনি TheBengalStory.
ক’দিন আগেই যে নেতারা দলে থেকে কাজ করতে পারছিলেন না দাবি করে দল বদলে বিজেপিতে গিয়েছিলেন, তাঁরা মানুষের এই বিপদে কথায় গেলেন? সম্প্রতি করোনার দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহতার প্রেক্ষিতে সেই দলবদলুদের খোঁজ পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। এবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল রাজনৈতিক নেতৃত্বের ফোন নম্বর।
রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, নজরে পড়ার মতো ব্যাপার হল, এই তালিকায় নাম আছে কেবল তৃণমূল ও বিজেপি নেতাদের। তাৎপর্যপূর্ণ ব্যাপার হল, এখানে নেই টালিগঞ্জের সিপিএম প্রার্থী দেবদূত ঘোষের নাম বা ফোন নম্বর।
এদিন অবশ্য নেটিজেনদের তীব্র কটাক্ষের মুখে পড়তে হয়েছে বারাকপুরের তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তীকে। জানা গিয়েছে, রাজ করোনা সংক্রমিতদের সাহায্য করতে একটি ফোন নম্বর শেয়ার করেছিলেন। ঘটনাচক্রে সেই ফোন নম্বরটি বামপন্থীদের দ্বারা পরিচালিত একটি সংগঠনের। তৃণমূল প্রার্থী এই বার্তা শেয়ার করছেন দেখে কটাক্ষের পাশাপাশি রাজকে রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষের পাশে দাঁড়ানোর কোথাও বলছেন অনেকে।
শুধুমাত্র বাংলাতেই একদিনে করোনা সংক্রমণের সংখ্যা ১৫ হাজারের বেশি। একদিনে মৃতের সংখ্যা অন্তত ৫৭ জন।
Comments are closed.