‘অসাধারণ ব্যক্তিত্ববান ছিলেন মুলায়ম জি’, মুলায়ম সিংহ যাদবের মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

প্রয়াত হয়েছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিংহ যাদব। তিনি দেশের প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রীও ছিলেন। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার মুলায়ম সিংহ যাদবের মৃত্যুর খবর পাওয়ার পরেই পরপর তিনটি টুইট করেন প্রধানমন্ত্রী। প্রয়াত উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে একাধিক ছবি পোস্ট করেন তিনি। প্রথম টুইটে মোদী লেখেন, শ্রী মুলায়ম সিং যাদব জি একজন অসাধারণ ব্যক্তিত্ববান ছিলেন। নম্র এবং মাটির নেতা হিসাবে তিনি পরিচিত ছিলেন। জনগণের সমস্যা সমাধানে তিনি খুব যত্নবান ছিলেন। নিষ্ঠার সাথে মানুষের সেবা করে গেছেন।

দ্বিতীয় টুইটে মোদী লেখেন, মুলায়ম সিংহ যাদব জি উত্তরপ্রদেশ এবং জাতীয় রাজনীতিতে নিজের জায়গা করেছেন। প্রতিরক্ষা মন্ত্রী হিসেবেও তিনি শক্তিশালী ভারতের জন্য কাজ করেছেন। এই টুইটেও মুলায়ম সিংহ যাদবের সঙ্গে কাটানো দুটি ছবি পোস্ট করেন।

তৃতীয় টুইটে মোদী লেখেন, নিজের রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার সময় মুলায়ম সিংহ যাদব জি-র সঙ্গে আমার যোগাযোগ ছিল। আমি সবসময় ওনার মতামত শোনার জন্য অপেক্ষা করতাম। তাঁর মৃত্যু আমাকে কষ্ট দিয়েছে। মুলায়ম সিংহ যাদবের পরিবার ও তাঁর লক্ষ লক্ষ সমর্থকের প্রতি সমবেদনা। ওম শান্তি।

তিন দফায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন মুলায়ম। ১৯৮৯ থেকে ১৯৯১, ১৯৯৩ থেকে ১৯৯৫ এবং ২০০৩ থেকে ২০০৭। ১৯৯৬ থেকে ১৯৯৮ পর্যন্ত তিনি ছিলেন কেন্দ্রের দেবেগৌড়া সরকারের প্রতিরক্ষামন্ত্রী। ১৯৯৬ সালে প্রথম বার সাংসদ হন। ২০০৪ সালে মুখ্যমন্ত্রিত্বের কারণে লোকসভা ভোটে দাঁড়াননি। ২০০৯ সাল থেকে মৃত্যুর আগে পর্যন্ত সংসদের সদস্য ছিলেন উত্তরপ্রদেশের রাজনীতিতে নেতাজি নামে পরিচিত মুলায়ম সিংহ যাদব।

উল্লেখ্য, সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম দুবছর ধরেই অসুস্থ ছিলেন। ২ অক্টোবর রবিবার তাঁকে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতেও রাখা হয়। রবিবার আচমকাই অবস্থার আরও অবনতি হয়। সোমবার সকালে মুলায়ম সিংহ যাদবের ছেলে তথা সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বাবার মৃত্যুর খবর জানান।

Comments are closed.