আমার মা পেন্সিল চাইলে রাগ করে, স্কুলে চুরি করে নেয়, মূল্যবৃদ্ধি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি একরত্তির

বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে। সংসার চালাতে রীতিমত হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। শুধু বড়রা নয়, দামবৃদ্ধির ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরাও। সম্প্রতি, প্রথম শ্রেণির এক পড়ুয়া  ৬ বছরের মেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছে। মূল্যবৃদ্ধির কারণে সে কতটা অসুবিধার মধ্যে পড়েছে, জানিয়েছে চিঠিতে। উত্তরপ্রদেশের কনৌজের বাসিন্দা কৃতি দুবে। সে চিঠিতে জানিয়েছে, পেন্সিল এবং ইরেজারের দাম বেড়েছে। এমন অবস্থা যে, তার মা এখন পেন্সিল চাইলে মারধর করে। ম্যাগির দাম বৃদ্ধি নিয়েও সে জানিয়েছে মোদীকে।

হিন্দিতে লেখা একটি চিঠি এখন নেট দুনিয়ায় ভাইরাল। চিঠিতে দেখা যাচ্ছে লেখা রয়েছে, আমার নাম কৃতি দুবে। আমি ক্লাস ওয়ানে পড়ি। মোদীজি আপনি মূল্যবৃদ্ধি ঘটিয়েছেন। এমনকি আমার পেন্সিল এবং রাবার (ইরেজার) এর দাম বেড়েছে। দাম বেড়েছে ম্যাগিরও। এখন আমার মা পেন্সিল চাওয়ার জন্য আমাকে মারধর করে। আমি কী করব? স্কুলের বন্দুরা আমার পেন্সিল চুরি করে নেয়। মেয়েটির বাবা বিশাল দুবে, পেশায় একজন আইনজীবী। তিনি জানিয়েছেন, এটা আমার মেয়ের ‘মন কি বাত’। সম্প্রতি সে স্কুলে পেন্সিল হারিয়ে ফেলে। এই জন্য মায়ের কাছে বকা খায় সে। উত্তরপ্রদেশের কোনৌজ জেলার ছিবরামউয়ের এসডিএম অশোক কুমার সাংবাদিকদের জানিয়েছেন, তিনি সোশ্যাল মিডিয়ায় ওই একরত্তির চিঠি সম্পর্কে জানতে পেরেছেন। শিশুটিকে সাহায্য করতে চান তিনি বলেও জানা গিয়েছে।

Comments are closed.