পঞ্চায়েত ভোটের দিন বেশ কিছু দফতরে ছুটি ঘোষণা রাজ্যের; বিজ্ঞপ্তি জারি করে যা জানাল নবান্ন 

৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট। মাঝে আর একমাসও বাকি নেই। ভোটের দিন রাজ্য সরকারের বেশকিছু দফতরে ছুটি ঘোষণা করল নবান্ন।

সোমবার অর্থ দফতরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, যে সমস্ত এলাকায় ভোট গ্রহণ হবে সেখানে সমস্ত রাজ্য সরকারি দফতর, আধা সরাকরি দফতর, পঞ্চায়েত নিগম, সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সেই সঙ্গে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বা সরকারি দফতরে ভোট গ্রহণ হবে, বা ভোটের কাজে ব্যবহৃত হবে সেগুলো ৬ জুলাই থেকে বন্ধ থাকবে।

এছাড়াও পঞ্চায়েত ভোটদাতা বেসরকারি সংস্থায় কর্মরত শ্রমিকদের বেতনসহ ছুটি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য ইতিমধ্যেই মনোয়নপত্র জমা দেওয়ার কাজ শেষ হয়েছে। পঞ্চায়েত দখলে শাসক থেকে বিরোধীরা জোর কদমে প্রস্তুতি শুরু করেছে। সব মিলিয়ে পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে রাজনীতির পারদ তত চড়ছে।

Comments are closed.