গুজরাতের মোরবিতে ঝুলন্ত ব্রিজ ভেঙে পড়ার পর এ রাজ্যের ব্রিজগুলি নিয়ে রিপোর্ট তলব করলো নবান্ন। উত্তরবঙ্গে একাধিক ঝুলন্ত ব্রিজ রয়েছে। এইসব ব্রিজের কী অবস্থা, তা জানতে মঙ্গলবারের মধ্যে রিপোর্ট তলব করল নবান্ন। প্রত্যেকটি জেলার পূর্ত দফতরের ইঞ্জিনিয়ারদের রিপোর্ট পাঠানোর নির্দেশ দিয়েছে নবান্ন।
নবান্ন সূত্রের খবর, রাজ্যের উড়ালপুলগুলির কী অবস্থা রয়েছে, কবে শেষ স্বাস্থ্য পরীক্ষা হয়েছে, তা জানতে চাওয়া হয়েছে। এই নিয়ে মঙ্গলবার বিকেলে পূর্ত দফতর একটি বৈঠক করতে চলেছে। সেই বৈঠকে থাকবেন রাজ্যের ইঞ্জিনিয়াররা। বৈঠকে থাকবেন পূর্তমন্ত্রী পুলক রায়।
উল্লেখ্য, রবিবার রাতে রবিবার রাতে মোরবিতে মচ্ছু নদীর ওপর হঠাৎ ভেঙে পড়ে ঝুলন্ত সেতু। এই ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে কমপক্ষে ১৪৩ জনের। নিখোঁজ রয়েছেন আরও অনেক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গুজরাতের মোরবিতে সেতু দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বাংলার এক বাসিন্দার। মৃতের নাম হাবিবুল শেখ। পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর বাসিন্দা হাবিবুল শেখ গুজরাতের মোরবিতে সোনার দোকানে কাজ করতেন। সেতু ভেঙে পড়ার পর বিরোধিদের কোপের মুখে পড়েছে গুজরাতের বিজেপি সরকার। প্রত্যক্ষদর্শীরা দাবি করেছে, রবিবার ওই ঝুলন্ত সেতুতে প্রচুর ভিড় ছিল। ব্রিজ ভেঙে পড়ার আগে সেতুর দুদিকে লাথি মারতে দেখা যাও অনেককে। হাত দিয়ে ধাক্কা মারতে দেখা যায় অনেককে।
Comments are closed.