গ্রামে গ্রামে গড়ে উঠবে ‘সুস্বাস্থ্য কেন্দ্র’; ৮২৪ টি গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র তৈরির নির্দেশ নবান্নের
রাজ্যের প্রত্যন্ত গ্রামগুলোর স্বাস্থ্য পরিকাঠামোকে ঢেলে সাজাতে উদ্যোগ নিলে নবান্ন। সম্প্রতি একাধিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী জানিয়ে ছিলেন, প্রত্যন্ত গ্রামেও উন্নত স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা হবে। এবার সেই মতোই পদক্ষেপ শুরু করল রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, গ্রামে গ্রামে সুস্বাস্থ্য কেন্দ্রে তৈরির ব্যাপারে জেলাগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, রাজ্যের মুখ্য স্বাস্থ্যসচিব, জেলা শাসক, জেলা মুখ্যস্বাস্থ্য অধিকারকদের চিঠি দিয়ে প্রকল্পের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন। এই বিষয়ে অর্থ দফতরেরও ছাড়পত্র মিলেছে বলে খবর।
রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর, কোথাও কোথাও এক একটি ব্লকে একাধিক স্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রাথমিক ভাবে যে তালিকা প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যাচ্ছে, কোচবিহারের তুফানগঞ্জ ১ নম্বর ব্লকে ১৬ টি স্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা হবে। এছাড়াও বালুরঘাট ব্লকে ৮ টি, মগড়া ব্লকে ১৬ টি কেন্দ্র গড়ে তোলা হবে। ইতিমধ্যেই কোন কোন জেলায় কতগুলো কেন্দ্র গড়ে তোলা হবে তার একটি বিস্তারিত তালিকা জেলা শাসকদের কাছে পাঠানো হয়েছে।
Comments are closed.