রাজ্যে ফের বাড়ল বিধি নিষেধের মেয়াদ। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত জারি থাকবে নিষেধাজ্ঞা, জানাল নবান্ন।
করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে মে মাস থেকে বিধিনিষেধ জারি করা হয়েছে। পরে সংক্রমণের হার কমলে দফায় দফায় নিয়ম শিথিল করা হয়।
আগের নির্দেশিকা অনুযায়ী বুধবার, ১৫ সেপ্টেম্বর পর্যন্ত কোভিড বিধিনিষেধ জারি ছিল। এদিন নবান্ন বিবৃতি দিয়ে জানায়, আরও ১৫ দিন অর্থাৎ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত লাগু থাকবে বিধিনিষেধ। রাতে ১১টা থেকে সকল ৫ টা পর্যন্ত আগের মতোই নিষেধাজ্ঞা থাকছে। সেই সঙ্গে গত নির্দেশিকা অনুযায়ী বিধিনিষেধের নিয়ম কানুন জারি থাকছে।
রাজ্যের বর্তমান করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে। সংক্রমণের হার অনেকটাই কম। এই আবহে বেশ কিছু ক্ষেত্রে ছাড় থাকলেও এখনই বিধিনিষেধ তোলার ক্ষেত্রে সায় নেই নবান্নের।
পর্যবেক্ষকদের মতে, করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা রয়েছে। পাশাপাশি সামনের মাসেই পুজো। পুজোতে জমায়েত বাড়ার সম্ভবনা রয়েছে। সে কারণে উৎসবের মরশুমের আগেই যাতে করোনাকে সম্পূর্ন কাবু করা যায়, সেই উদ্দেশ্যেই বিধিনিষেধ আরও কিছুদিন বাড়ল রাজ্য সরকার।
Comments are closed.