পঞ্চায়েত ভোটের আগে বড় সিদ্ধান্ত নবান্নের; ৭ WBCS অফিসারকে আনা হল মুখ্যমন্ত্রীর গ্রিভেন্স সেলে 

দিদির দূত কর্মসূচি শুরু হওয়ার পরই মুখ্যমন্ত্রীর ‘গ্রিভেন্স সেলে’ একগুচ্ছ অভিযোগ জমা পড়েছিল। সম্প্রতি গ্রিভেন্স সেলে জমা পড়া অভিযোগ নিষ্পত্তি নিয়ে রাজ্যের সব দফতরের সচিবদের নিয়ে বৈঠকও হয়েছে। আর পঞ্চায়েত ভোটের আগে গ্রিভেন্স সেলকে আরও সক্রিয় করতে উদ্যোগ নিল নবান্ন। আরও দ্রুত যাতে অভিযোগ নিষ্পত্তি করা যায়, তা দেখতে ৭ জন wbcs অফিসারকে গ্রিভেন্স সেলের বিশেষ দায়িত্বে দিয়ে আনা হচ্ছে। নবান্ন সূত্রের তেমনটাই খবর।

যে সাত আধিকারিককে অতিরিক্ত দায়িত্ব দিয়ে আনা হয়েছে, তাঁরা হলেন, ১৯৯৩ ব্যাচের ডাব্লুবিসিএস অফিসার পার্থ ঘোষ।তাঁকে  মুখ্যমন্ত্রীর স্পেশাল সেক্রেটারির দায়িত্ব দেওয়া হয়েছে। ১৯৯৬ ব্যাচের ডাব্লুবিসিএস অফিসার অভিজিৎ মুখার্জিকে মুখ্যমন্ত্রীর দফতরের জয়েন্ট সেক্রেটারি, ২০০২ ব্যাচের ডাব্লুবিসিএস ব্যাচের দেবাঞ্জন রায়কেও মুখ্যমন্ত্রীর দফতরের গ্রিভেন্স সেলের জয়েন্ট সেক্রেটারির দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি ২০১১ সালের wbcs ব্যাচের অরুণ পালকে ডেপুটি সেক্রেটারি করা হয়েছে মুখ্যমন্ত্রীর দফতরের গ্রিভেন্স সেলের। 

Comments are closed.