১৬ মে, রবিবার থেকে রাজ্যে জারি হচ্ছে কার্যত লকডাউন। বন্ধ সরকারি, বেসরকারি সমস্ত অফিস। বন্ধ গণপরিবহণ। কিন্তু যথারীতি খোলা টিকা কেন্দ্র। কিন্তু প্রশ্ন হল, যদি রাস্তায় বাস, অটো না মেলে তাহলে মানুষ টিকা কেন্দ্রে পৌঁছবেন কী করে? তার উত্তর দিয়েছেন মুখ্যসচিব।
মুখ্যসচিব আলাপন ব্যানার্জি জানিয়েছেন, গণপরিবহণ বন্ধ থাকলেও অনেকেই নিজস্ব গাড়ি ব্যবহার করেন। সেই গাড়িতে আর কাউকে লিফট দিতে পারেন। পাশাপাশি টিকা নিতে যাওয়ার সময় অটো, রিকশা, ট্যাক্সি ব্যবহার করা যাবে। তবে রাস্তায় বেরোলে মাস্ক এবং শারীরিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক।
কিন্তু প্রশ্ন উঠছে, কেবল টিকা নিতে যাওয়ার জন্য অটো বা ট্যাক্সি বের করলে খরচ পোষাবে কি চালকদের?
Comments are closed.