‘২৪’-এ রাজ্য সরকারের কর্মীরা ছুটি পাচ্ছে দেড় মাস, পুজোর ছুটি ক’দিন? তালিকা প্রকাশ করল নবান্ন 

সদ্য পুজোর ছুটি শেষ হয়েছে সরকারি অফিসগুলোতে। মাঝে আর একটা মাস। তারপরেই শুরু নতুন বছর। এই আবহে রাজ্য সরকারের কর্মীদের জন্য থাকছে খুশির খবর। ২০২৪ সালে মোট কতদিন ছুটি পেতে চলেছে রাজ্য সরকারের কর্মীরা? তার তালিকা ঘোষণা করল নবান্ন। 

জানা গিয়েছে, আগামী বছর মনীষীদের জন্মদিন, পুজো, বিশেষ দিন সব মিলয়ে দেড় মাস ছুটি থাকছে রাজ্য সরকারের দফতরগুলোতে। এই তালিকায় থাকছে, রাজ্য সরকারি অফিস, সরকার অনুদান প্রাপ্ত স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয়, পুরসভা এবং পঞ্চায়েত অফিসগুলো। যদিও সরকারের জরুরি বিভাগগুলোকে এই তালিকা থেকে বাদ রাখা হয়েছে স্বাভাবিক কারণেই। 

আগামী বছর দুর্গাপুজোর ছুটিও থাকবে প্রায় দু’সপ্তাহ মতো। কারণ, আগামী বছর দুর্গাপুজোর ছুটি পড়ছে চতুর্থী থেকে। চতুর্থী পড়েছে সোমবার থেকে। তার আগে শনি এবং রবিবার এমনিও সাপ্তাহিক ছুটি থাকছে। ফলে আগামী বছর ৫ অক্টোবর দ্বিতীয়ার দিন থেকে কার্যত পুজোর ছুটি শুরু হয়ে যাচ্ছে। এদিকে আবার ১৬ অক্টোবর লক্ষ্মীপুজো। সেই উপলক্ষ্যে দু’দিন  ছুটি থাকছে। সব মিলিয়ে ১৯ অক্টোবর পুজোর পর সরকারি অফিস খুলবে। মানে পুজোতে টানা ২ সপ্তাহ ছুটি পাচ্ছেন রাজ্য সরকারের কর্মীরা। 

Comments are closed.