এগরাকাণ্ডের জের, রাজ্যের সমস্ত বেআইনি বাজি কারখানার বিরুদ্ধে পুলিশ প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দিল নবান্ন। এই মর্মে তরফে প্রতিটি জেলার পুলিশ সুপার এবং কমিশনারকে নির্দেশ দিয়েছে নবান্ন। ৬ দফার একটি নির্দেশাবলি পাঠানো হয়েছে পুলিশ আধিকারিকদের।
নবান্নের তরফে বলা হয়েছে, যত দ্রুত সম্ভব বেআইনি বাজি কারখানাগুলোতে তল্লাশি চালাতে হবে। যাঁরা বেআইনি বাজি প্রস্তুত করে তাঁদের হেফাজতে নিতে হবে। সেই সঙ্গে নিয়ম মেনে সাবধানতা অবলম্বন করে বাজেয়াপ্ত বাজি নষ্ট করতে হবে। সেই সঙ্গে এও বলা হয়েছে, বাজির পরিমাণ বেশি থাকলে তা একেবারে নষ্ট না করে অল্প অল্প করে নষ্ট করতে হবে।
বেআইনি বাজি কারখানাগুলোতে দেখা যায়, অনেক স্থানীয় মানুষ কাজ করেন। কারখানা বন্ধ হলে তাঁরাও সমস্যায় পড়বেন। নির্দেশিকায় এও বলা হয়েছে, বাজি কারখানা বন্ধের জেরে কর্মহীনদের কর্মসংস্থানের দিকটি জেলা প্রশাসনকে দেখতে হবে। একই সঙ্গে একবারে কারখানা বন্ধের পর যাতে অভিযুক্তরা পুনরায় বেআইনি বাজি তৈরি করতে না পারে, সে ব্যাপারে স্থানীয় থানাকে নজরে রাখতে হবে।
Comments are closed.