আগেই সতর্ক করা হয়েছিল, এবার স্বাস্থ্য সাথীতে দুর্নীতির অভিযোগে প্রায় ১৫০টি হাসপাতালের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল নবান্ন
একাধিকবার খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে বেসরকারি হাসপাতাল, নার্সিংহোমগুলোকে সতর্ক করেছেন। স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে কোনও রকম অনিয়ম বরদাস্ত করা হবে না বলে স্বাস্থ্য দফতরের তরফেও জানানো হয়েছিল। কিন্তু তার পরেই রাজ্যের বেশ কয়েকটি বেসরকারি হাসতাপালের বিরুদ্ধে গুচ্ছের অভিযোগ জমা পড়ছিল। এবার সেই হাসপাতালগুলোর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল রাজ্য। জানা গিয়েছে, স্বাস্থ্য সাথী কার্ডে দুর্নীতির অভিযোগে ১০২টি বেসরকারি হাসপাতালকে শোকজ করেছে স্বাস্থ্য দফতরে। সেই সঙ্গে ৫৩টি হাসপাতালকে মোট ১১ কোটি টাকার জরিমানা করা হয়েছে বলে জানা গিয়েছে।
অনেক হাসপাতাল স্বাস্থ্য সাথী কার্ডে রোগী ভর্তি নিচ্ছল না। পরে স্বাস্থ্য দফতরের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, স্বাস্থ্য সাথী কার্ড গ্রহণ না করলে বেসরকারি হাসপাতালগুলোর লাইসেন্স বাতিল করা হবে। পরে এই রোগী ফেরানোর প্রবণতা কমানো গেলেও, নার্সিংহোমগুলোর বিরুদ্ধে অভিযোগ উঠছিল, স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসার জন্য অতিরিক্ত টাকার বিল তৈরি করছে। দীর্ঘদিন ধরেই হাসপাতালগুলোকে এ নিয়ে সচেতন করেছিল স্বাস্থ্য দফতর। এবার তার মধ্যেই ১০২টি হাসপাতালকে শোকজের সিদ্ধান্ত নিয়েছে নবান্ন।
Comments are closed.