১০ এপ্রিল ছিল দুয়ারে সরকার শিবিরে আবেদন পত্র জমা নেওয়ার শেষ তারিখ। ইতিমধ্যেই শুরু হয়েছে পরিষেবা প্রদানের কাজ। আর এর মধ্যেই দুয়ারে সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরে বিজ্ঞপ্তি দিল নবান্ন। যেখানে দাবি করা হয়েছে, মাত্র এক সপ্তাহের মধ্যেই দুয়ারে সরকারে আবেদন করা হয়েছে এমন ৪টি প্রকল্পে একশো শতাংশ পরিষেবা প্রদানের কাজ সম্পূর্ণ হয়েছে।
নবান্নের বিজ্ঞপ্তির মধ্যে বলে হয়েছে, পরিষেবা প্রদানের দিক থেকে চারটি প্রকল্পের মধ্যে শীর্ষে রয়েছে ‘ঐকশ্রী’ প্রকল্প। পরিসংখ্যান তুলে ধরে দাবি করা হয়েছে, ঐক্যশ্রী প্রকল্পের জন্য এবারে ২,৫৯,৩৯৫টি অবেদন জমা পড়েছিল, যার প্রত্যেকটিই অনুমোদন করা হয়েছে। এছাড়াও রাজ্যের সুরক্ষা যোজনা এবং কন্যাশ্রী প্রকল্পের জন্য মোট জমা পড়া আবেদনের ৯৯ শতাংশই পরিষেবা প্রদানের কাজ সম্পূর্ণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এছাড়াও এবারের শিবিরে স্বাস্থ্যসাথী প্রকল্পের জন্য ৪,৫২,০৭১টি আবেদন পত্র জমা পড়েছিল, যার মধ্যে ৪,৩১,৩৩১টি আবেদন অনুমোদিত হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারের জন্যও মোট জমা পড়া আবেদনের ৯০ শতাংশ অনুমোদিত হয়েছে বলে নবান্নের তরফে জানানো হয়েছে।
Comments are closed.