ভবানীপুর কেন্দ্রে মনোনয়ন পত্র জমা দিয়েছেন তৃণমূল প্রার্থী মমতা ব্যানার্জি। মমতাকে জেতানোর জন্য নন্দীগ্রামে হল পুজো। নন্দীগ্রামের কিছু মসজিদেও প্রার্থনা করেন তৃণমূল সমর্থকরা। গণেশ পুজোর দিনেই মনোনয়ন জমা করেছেন তৃণমূল নেত্রী। নন্দীগ্রামের কিছু জায়গায় গণেশ পুজো করেন তৃণমূল কর্মীরা। সারাদিন চলে হোম, যজ্ঞ। মুখ্যমন্ত্রীর সমর্থনে লেখা প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে পুজো দেন নন্দীগ্রামের তৃণমূল কর্মীরা৷
বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে প্রার্থী হয়েছিলেন মমতা ব্যানার্জি। তাঁর বিপক্ষে ছিলেন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানকারী শুভেন্দু অধিকারী। ভোট প্রচারে নন্দীগ্রামে এবং ভবানীপুরকে দুই বোন বলেছিলেন মমতা৷ কিন্তু খুব কম সংখ্যক ভোটে হেরে যান মমতা। ভোটে কারচুপির অভিযোগ এনে হাইকোর্টে মামলা দায়ের করেন মমতা ব্যানার্জি। এখনও সেই মামলা চলছে। নিয়ম অনুযায়ী মুখ্যমন্ত্রী হওয়ার ৬ মাসের মধ্যে কোনও এক নির্বাচনী কেন্দ্র থেকে জয়ী হতে হবে মমতা ব্যানার্জিকে। সেইমত ভবানীপুর কেন্দ্রে জয়ী তৃণমূল প্রার্থী শোভনদেব চ্যাটার্জি বিধায়ক পদ থেকে পদত্যাগ করেন। এরপর নিজ কেন্দ্র ভবানীপুর থেকে ফের প্রার্থী হন মমতা ব্যানার্জি। কয়েকদিন আগেও চেতলার কর্মিসভা থেকে তিনি নন্দীগ্রামে ভোটে কারচুপির অভিযোগ তুলেছেন। কিন্ত নন্দীগ্রামের তৃণমূল কর্মীরা এখনও হতাশ দলনেত্রীকে না জেতার জন্য৷ তাই ভবানীপুরে মমতা ব্যানার্জির রেকর্ড জয় চাইছেন তাঁরা৷
অন্যদিকে ভবানীপুর কেন্দ্রে মমতা ব্যানার্জির বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছে প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে৷ সিপিএম প্রার্থী করেছে আইনজীবী শ্রীজীব বিশ্বাসকে।
Comments are closed.