সোমবার ৫ বিচারপতির বৃহত্তর বেঞ্চে নারদা শুনানি

সোমবার সকাল ১১ টায় শুনানি শুরু

নারদা মামলায় ৫ বিচারপতিকে নিয়ে বৃহত্তর বেঞ্চ গঠন করল কলকাতা হাইকোর্ট। সোমবার সকাল ১১ টায় শুনানি শুরু।

৫ জন বিচারপতিকে নিয়ে তৈরি এই বৃহত্তর বেঞ্চে রয়েছেন, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল, বিচারপতি অরিজিৎ ব্যানার্জি, বিচারপতি হরিশ টন্ডন, বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখ্যার্জি এবং বিচারপতি সৌমেন সেন।

সোমবার ৪ হেভিওয়েট নেতা-মন্ত্রীদের জামিন এবং ভিন্ন রাজ্যে মামলা স্থানান্তর দুটি বিষয় নিয়েই একদম প্রথম থেকে মামলা শুরু হবে বলে সূত্রে খবর।

শুক্রবারের শুনানি অনুযায়ী, ৪ হেভিওয়েট নেতা-মন্ত্রীকে আপাতত গৃহবন্দি থাকতে হবে। ফিরহাদ হাকিম ও অন্যান্যরা মন্ত্রীরা যাঁরা করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনিক কাজে যুক্ত র্যে ছেন। তাঁরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্দেশ দিতে পারবেন।

এদিন অন্তর্বর্তী জামিন নিয়ে দুই বিচারপতির মতভেদ হওয়ায় মামলা পাঠানোর সিদ্ধান্ত হয় বৃহত্তর বেঞ্চে। সে মতোই নারদা মামলায় ৫ জন বিচারপতিকে নিয়ে গঠন হল বৃহত্তর বেঞ্চ।

Comments are closed.