প্রধান শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ তুলে নিল হাইকোর্ট, এসএসসিকে দ্রুত কাউন্সেলিংয়ের নির্দেশ

সরকার অনুমোদিত স্কুলগুলিতে প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় জট কাটল। কলকাতা হাইকোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশের জেরে দীর্ঘ পাঁচ মাস ধরে স্থগিত ছিল প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। অবশেষে মঙ্গলবার ছাড়পত্র দিল কলকাতা হাইকোর্ট। এর ফলে স্কুলে প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আর কোনও আইনি জটিলতা থাকল না।
কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া মামলার শুনানিতে মঙ্গলবার স্কুল সার্ভিস কমিশনকে দ্রুত প্রধান শিক্ষক নিয়োগে কাউন্সেলিংয়ের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
স্কুলগুলিতে প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আইন মেনে হচ্ছে না, এই অভিযোগে মামলা দায়ের হয় আদালতে। মামলাকারীদের দাবি ছিল, ‘পার্সোনালিটি টেস্ট’ নেওয়ার পরেই যেন প্রধান শিক্ষক নিয়োগে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। এই প্রেক্ষিতে সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে প্রধান শিক্ষক নিয়োগে মাস পাঁচেক আগে হাইকোর্টের অন্তর্বতী স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট।
মঙ্গলবার কাউন্সেলিংয়ের ওপর থেকে স্থগিতাদেশ তুলে নিয়েছে আদালত। সরকার অনুমোদিত স্কুলগুলিতে প্রধান শিক্ষক নিয়োগে স্কুল সার্ভিস কমিশনকে দ্রুত কাউন্সেলিং প্রক্রিয়া চালু করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট।

Comments are closed.