মাত্র কয়েক ঘণ্টা আগেই আকাশপথে পাকিস্তানে ঢুকে জৈশ-ই-মহম্মদের জঙ্গি ঘাঁটি ধ্বংস করে এসেছে ভারতীয় বায়ুসেনা। সার্জিকাল এয়ার স্ট্রাইকের প্রশংসায় পঞ্চমুখ দেশবাসী। অভিনন্দনের জোয়ারে ভাসছে সেনা বাহিনী। এই পরিস্থিতিতে রাজস্থানে নির্বাচনী জনসভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জনসভায় সদ্য হওয়া স্ট্রাইক নিয়ে কিছু বলবেন প্রত্যাশা ছিল সব মহলের। কিন্তু সরাসরি সার্জিকাল এয়ার স্ট্রাইক নিয়ে একটি কথাও বললেন না প্রধানমন্ত্রী। শুধু বললেন, আপনাদের আশ্বস্ত করতে চাই, দেশ সুরক্ষিত হাতেই রয়েছে। চৌকিদার কখনওই দেশের মাথা ঝোঁকাতে দেবে না।
শুরুতেই মোদী বলেন, আপনাদের উৎসাহের কারণ আমি বুঝতে পারছি, আজ তেমনই একটি দিন। সরাসরি স্ট্রাইকের কথা না বললেও মোদীর মন্তব্য, মজবুত সরকারের দম গোটা পৃথিবী প্রত্যক্ষ করেছে। আসন্ন লোকসভা নির্বাচনে সাধারণ মানুষ ভোট দিয়ে আগেরবারের চেয়েও মজবুত সরকার তৈরি করবেন বলেও এদিন দাবি করেন মোদী।
Comments are closed.