রাজ্যে আরও ৫০ হাজার মানুষকে বার্ধক্য ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিল মমতা ব্যানার্জির সরকার। কেন্দ্রের কাছে বিভিন্ন খাতে বহ টাকা বকেয়া থাকা সত্ত্বেও লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বার্ধক্য ভাতা, স্বাস্থ্য সাথীর মতো একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালাচ্ছে রাজ্য সরকার। এবার নতুন করে আরও ৫০ হাজার মানুষকে বার্ধক্য ভাতা প্রকল্পের আওতায় আনার সিদ্ধান্ত নিল নবান্ন।
পঞ্চায়েত দফতরের মাধ্যমে রাজ্যের প্রায় ২০ লক্ষ ১৫ হাজার মানুষকে বার্ধক্য ভাতা সরকার। প্রতি মাসে এক হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। মাসের শুরুতে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকে এই টাকা। রাজ্য সরকারের এক কর্তা জানিয়েছেন, ইতিমধ্যে ৫০ হাজার নতুন উপভোক্তার নাম নির্দিষ্ট পোর্টালে তোলা শুরু হয়েছে। এই কাজ দ্রুত শেষ করার নির্দেশও দেওয়া হয়েছে। ফলে শীঘ্রই নতুন উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হবে।
Comments are closed.