রাজ্যে বিনিয়োগ প্রস্তাব দ্রুত কার্যকর করতে নয়া কমিটি গড়ল নবান্ন

রাজ্যে শিল্প সহায়ক পরিবেশের লক্ষ্যে নতুন উদ্যোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে রেকর্ড ৪ লক্ষ ৪০ হাজার কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে। এই সম্মেলন থেকেই বিনিয়োগ প্রস্তাব দ্রুত কার্যকর করতে ‘স্টেট লেভেল ইনভেস্টমেন্ট সিনার্জি কমিটি’ গঠন করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এই কমিটি গঠনের বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। মুখ্যমন্ত্রী জানান, ‘ইনভেস্টমেন্ট সিনার্জি কমিটি’ গঠনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই কমিটি শিল্পে আরও গতি আনবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মুখ্যসচিব মনোজ পন্থের নেতৃত্বে শিল্প, ক্ষুদ্র শিল্প, অর্থ, বিদ্যুৎ, বন, পর্যটন, পঞ্চায়েত, পূর্ত, আইন, তথ্যপ্রযুক্তি, দমকল, পরিবেশ, পুর, স্বরাষ্ট্র সহ ১৭ দপ্তরের সচিবদের নিয়ে এই কমিটি গঠন করা হল। পুলিস এবং দুষণ নিয়ন্ত্রণ পর্ষদের মাথারাও থাকছেন এই কমিটিতে।

জেলা শাসকদের মাথায় রেখে জেলাস্তরের ‘ইনভেস্টমেন্ট সিনার্জি কমিটি’ গঠন হবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

Comments are closed.