সারা দেশে মহিলাদের উপর নির্যাতনের ঘটনা বেড়েছে ৬ শতাংশ, শিশুর উপর অপরাধ বেড়েছে ২০ শতাংশেরও বেশি, ২০১৭ সালের রিপোর্টে জানাল ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (এনসিআরবি)।
দেশের অপরাধ সংক্রান্ত ২০১৭ সালের রিপোর্ট জনসমক্ষে এলো। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে এনসিআরবি তাদের ওয়েবসাইটে ২০১৭ সালের এই রিপোর্ট তুলে ধরেছে। সোমবার প্রকাশিত এই রিপোর্টে প্রকাশ, মহিলাদের বিরুদ্ধে অপরাধে প্রথম স্থানে যোগী আদিত্যনাথের উত্তর প্রদেশ। ২০১৭ সালে ১ লক্ষ ২৯ হাজার ৩২ টি শিশু নির্যাতনের ঘটনার মধ্যে উত্তর প্রদেশ ও মধ্য প্রদেশ থেকেই ২৮ শতাংশ অভিযোগ দায়ের হয়েছে। ওই বছর দেশজুড়ে মোট ২৯৮ টি ৬ বছরের নীচে নাবালিকাকে যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে, তার মধ্যেও প্রথম স্থানে উত্তর প্রদেশ। ২০১৭ সালে উত্তর প্রদেশে ৪১ টি অ্যাসিড অ্যাটাকের ঘটনা ঘটেছে, যা দেশে সর্বোচ্চ। ফৌজদারি অপরাধের সংখ্যার বিচারেও শীর্ষে যোগী রাজ্য। এনসিআরবির রিপোর্ট অনুযায়ী, উত্তর প্রদেশে ২০১৭ সালে সবচেয়ে বেশি, ৩ লক্ষ ১০ হাজার ৮৪ টি আইপিসি ধারায় মামলা দায়ের হয়েছে। ২০১৬-১৭ সালের মধ্যে ৬৪,৫০০ টি হিংসামূলক অপরাধের ঘটনার সাক্ষী থেকেছে উত্তর প্রদেশ।
শুধু তাই নয়, ২০১৭ সালে সারা দেশের মধ্যে খুন ও হত্যার মামলাতেও প্রথম উত্তর প্রদেশ। ১ বছরে মোট ৪ হাজার ৮৮৯ টি খুনের মামলা দায়ের হয়েছে। সংশ্লিষ্ট বছরে উত্তর প্রদেশে পণের দাবিতে বধূ হত্যার ঘটনা ঘটেছে ২ হাজার ৫৩৪ টি। যা ২০১৭ সালে সারা দেশে সর্বোচ্চ। অপহরণের মামলাতেও এক নম্বরে যোগী রাজ্য। ২০১৭ সালে সেখানে মোট ১৯ হাজার ৯৯২ টি অপহরণের মামলা দায়ের হয়।
২০১৭ সালে সারা দেশে ৩২ হাজার ৫৫৯ টি ধর্ষণের মামলা দায়ের হয়েছে। যার মধ্যে শীর্ষে রয়েছে মধ্য প্রদেশ (১৪.৭ শতাংশ)। শিশু অপরাধ এবং উপজাতিদের উপর নির্যাতনের মামলাতেও প্রথম স্থানে মধ্য প্রদেশ। ২০১৭ সালে দায়ের হওয়া মোট আইপিসি মামলা এবং মহিলাদের উপর নির্যাতনের ঘটনার নিরিখে দেশের মধ্যে তৃতীয় স্থানে মধ্য প্রদেশ। অন্যদিকে, ২০১৭ সালে হরিয়ানায় প্রতিদিন গড়ে ৩ টি খুনের ঘটনা ঘটেছে। পাশাপাশি, অপহরণ (৪,৪০১ টি), ধর্ষণ (১,০৯৯ টি), হিংসার (২,৪০৮ টি) ঘটনাতেও দেশের প্রথম ৩ টি রাজ্যের মধ্যে রয়েছে হরিয়ানা।
অন্যদিকে, মহিলাদের উপর অ্যাসিড আক্রমণ ও মানব পাচারে উত্তর প্রদেশ ও ঝাড়খণ্ডের পর তৃতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। ২০১৭ সালে সারা দেশে মহিলাদের উপর ১৪৮ টি অ্যাসিড অ্যাটাক হয়েছে। তার মধ্যে এ রাজ্যে ঘটেছে ৩৫ টি। পাশাপাশি, ২০১৭ সালে বাংলা থেকে ৩৭৩ টি মানব পাচারের ঘটনা ঘটেছে। আর দেশের মধ্যে নারী নির্যাতনের ঘটনার বিচারে তৃতীয় স্থানে রয়েছে বাংলা, জানাচ্ছে এনসিআরবি-র রিপোর্ট।
Comments are closed.