১ জুলাই থেকে রাস্তায় নামছে সরকারি-বেসরকারি বাস। কিন্তু রাজ্যের রাস্তায় বেসরকারি বাস দেখা যাবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। কারণ পুরোনো ভাড়ায় বাসের চাকা গড়াতে রাজি নয় বাস সংগঠনের মালিকরা। সোমবার মুখ্যমন্ত্ৰী মমতা ব্যানার্জি জানিয়ে দিয়েছেন, ৫০ শতাংশ যাত্রী নিয়ে সব বাস চলবে। সেইসঙ্গে বাসের চালক ও কর্মীদের ভ্যাকসিনেশন জরুরি। নিয়মিত স্যানিটাইজেশন করতে হবে বাসকে। কিন্তু এত বিধিনিষেধ মেনে আগের ভাড়ায় বাস চালাতে রাজি নয় বাস সংগঠন।
তাঁদের দাবি, পুরোনো ভাড়ায় ৫০ শতাংশ যাত্রী নিয়ে বাস চললে পুরোটাই লোকসান। কোভিড স্পেশ্যাল ফেয়ার চালু করতে হবে। সেইক্ষেত্রে বাস ভাড়া হতে হবে ন্যূনতম ১০ টাকা। সর্বোচ্চ ৩০ টাকা। গত বছরের লকডাউনের পরে সরকার সেইভাবে বাসের ভাড়া মা বাড়ালেও প্রতিটি বাসে ভাড়া বেশি নেওয়া শুরু হয়েছিল। কিছু যাত্রী প্রতিবাদ করলেও অনেকে তা মেনেও নিয়েছিলেন।
অন্যদিকে ১ জুলাই থেকে বেসরকারি বাসের পাশাপাশি সরকারি বাসও রাস্তায় নামবে। কোন রুটে কত বাস নামবে এবং জেলার মানুষকে শহরে কর্মস্থলে আনতে শহরতলি এবং জেলা থেকে নতুন রুট চালু হবে কিনা তা আলোচনার মাধ্যমে ঠিক হতে পারে মঙ্গলবার। তবে সরকারি বাসে অবশ্য পুরনো ভাড়াই নেওয়া হবে বলেই রাজ্য পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে।
Comments are closed.