করোনা তথ্য জানতে চালু রাজ্যের কোভিড অ্যাপ, এক ক্লিকেই মুঠোয় সব তথ্য
ফোন বা কম্পিউটারে ডাউনলোড করে 'অ্যাপ মোডে' ব্যবহার করা যাবে
করোনার থাবা দিন দিন জোরাল হচ্ছে। প্রবল উদ্বেগে রাজ্য। প্রশাসনের এখন একটাই লক্ষ্য করোনার বিরুদ্ধে লড়াইয়ে জয়। করোনা মোকাবিলায় রাজ্য সরকার এবং মেডিক্যাল ইউনিটের নতুন উদ্যোগ Integrated Covid Management System Portal.
রাজ্য সরকার আনল কোভিড সংক্রান্ত অ্যাপ। যেখানে এক ক্লিকেই মিলবে করোনা বিষয়ক যাবতীয় তথ্য। এগিয়ে বাংলা পেজেই মিলবে লিঙ্ক। ফোন বা কম্পিউটারে ডাউনলোড করে ‘অ্যাপ মোডে’ ব্যবহার করা যাবে।
রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করলেই করোনা সংক্রান্ত যাবতীয় তথ্য পাবেন রাজ্যবাসী। রোগ নির্ণয়ের জন্য কীভাবে পরীক্ষা করতে হবে, তার পরবর্তী পদক্ষেপ কী হওয়া উচিত, সে বিষয়ে সব তথ্য পাবেন। এছাড়াও মিলবে কোন হাসপাতালে কতগুলি বেড খালি আছে, অ্যাম্বুলেন্স বা অক্সিজেনের সংক্রান্ত তথ্য। মিলবে টিকাকরণ সংক্রান্ত তথ্য।
Comments are closed.