অপেক্ষার অবসান। কলকাতা মেট্রোয় যাত্রী পরিষেবা শুরু করল ঝাঁ চকচকে ডালিয়ান রেক। শুক্রবার বিকেলে মেট্রো রেলের জেনারেল ম্যানেজার অরুণ অরোরা দমদম স্টেশনে নতুন এই রেকটির উদ্বোধন করেন। শুক্রবার থেকেই রেকটি বাণিজ্যিক পরিষেবা শুরু করেছে।
দীর্ঘ দিন ধরেই এই অত্যাধুনিক বাণিজ্যিক রেকটি কলকাতায় চালানোর পরিকল্পনা করেছিল মেট্রোরেল কর্তৃপক্ষ। ২০১৯ সালে চিন থেকে আমদানিও করা হয়েছিল। মাঝে করোনা এবং নানান কারণে পরিষেবা শুরু করা যায়নি। যদিও এতদিন দফায় দফায় ট্রায়াল রান চলে রেকগুলোর। অবশেষে যাত্রী সুরক্ষার সব দিক খতিয়ে দেখে নতুন এই রেকগুলোকে বাণিজ্যিক পরিষেবার জন্য ছাড়পত্র দিয়েছে রেলওয়ে সেফটি বোর্ড।
অত্যাধুনিক এই রেকটি বর্তমানে শুধু নর্থ সাউথ বা ব্লু লাইনে চলবে। এরপর ধীরে ধীরে নতুন লাইনগুলোতেও ডালিয়ান রেক চালানো হবে। মেট্রো তরফে জানা গিয়েছে, বর্তমানে চলা এসি রেকগুলির তুলনায়, এই ধরনের রেকে ১০০ মিলিমিটার বেশি চওড়া দরজা রয়েছে। তাছাড়াও, বসার জায়গাও বেশ প্রশস্ত ও আরামদায়ক। উন্নতমানের শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, আলোকসজ্জার দিক থেকেও নতুন এই রেকটি যথেষ্ট আকর্ষণীয়। এছাড়াও যাত্রী সুরক্ষার দিকটিকেও বিশেষভাবে নজর দেওয়া হয়েছে এই রেকগুলোতে। সব মিলিয়ে অত্যাধুনিক এই ডালিয়ান রেক যে কলকাতা মেট্রোর মুকুটে একটি নতুন পালক, তা বলাই যায়।
Comments are closed.