ডানকুনি স্টেশন নিয়ে বড় ভাবনা পূর্ব রেলের। এবার ডানকুনি স্টেশনে তৈরি হবে কোচিং কমপ্লেক্স। এই কোচিং কমপ্লেক্সে বিভিন্ন ট্রেনের কোচের মেরামতি সহ বিভিন্ন কাজ করা হবে। এই বিষয়ে পূর্ব রেলের সিপিআরও একলব্য চক্রবর্তী TheBenglaStory-কে জানান, একদম প্রাথমিক পর্যায়ের কাজ চলছে। রেলের তরফে টাকা বরাদ্দ হয়েছে। তবে এটা খুব বড় প্রকল্প বলেই জানান তিনি।
পূর্ব রেলের সিপিআরও একলব্য চক্রবর্তী আরও জানান, হাওড়ার ওপর চাপ কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। হাওড়ায় যেভাবে ট্রেনের সংখ্যা বাড়ছে, আর পাল্লা দিয়ে বাড়ছে যাত্রী সংখ্যা, তাতে ভবিষ্যতে ডানকুনিকে হাওড়ার বিকল্প হিসেবে তুলে ধরা হবে। এতে সাধারণ মানুষের ওপরেও চাপ কম হবে বলেই মনে করছে পূর্ব রেল। ডানকুনি স্টেশনে কোচিং কমপ্লেক্স ছাড়া একটি বন্দে ভারত টার্মিনাল তৈরি হবে বলেও জানান তিনি। পরিকল্পনা রয়েছে ডানকুনিতে নতুন যে টার্মিনাল তৈরি করা হবে তাতে আরও অত্যাধুনিক ট্রেন যেমন এলএইচবি, আইসিএফ, এমইএমইউ, ইএমইউ-সহ সব ধরনের ট্রেনের রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা হবে।
অন্যদিকে হাওড়ার ডিআরএম মনিশ জৈনও জানিয়েছেন, ভবিষ্যতে ডানকুনি স্টেশনে ভবিষ্যতে কোচিং কমপ্লেক্স তৈরি হবে। শিয়ালদা বা হাওড়া স্টেশন থেকে ডানকুনির দূরত্ব খুব বেশি নয়। তাই ডানকুনিতে এই রেলের টার্মিনাল তৈরি করা সম্ভব হলে শিয়ালদা এবং হাওড়া টেশনের উপর চাপ কমবে।
Comments are closed.