রাজ্য পুলিশের শীর্ষ পদে বসলেন মনোজ মালব্য। ৩১ আগস্টই শেষ হচ্ছে বর্তমান ডিজি বীরেন্দ্রর মেয়াদ। ১ সেপ্টম্বর থেকে দায়িত্ব সামলাবেন মনোজ।
নিয়ম অনুযায়ী পুলিশের ডিরেক্টর জেনারেল পদের জন্য কয়েকজন সিনিয়র আইপিএস অফিসারের নাম কেন্দ্রকে পাঠায় রাজ্য। রাজ্যের সুপারিশ করা আইপিএসদের মধ্যে থেকে কেন্দ্র একজনের নাম অনুমোদন করে। এবারে কেন্দ্রকে ছয় আইপিএস অফিসারের নাম পাঠিয়েছিল রাজ্য সরকার। তবে মেয়াদ শেষ হলেও কেন্দ্রের তরফে কোনও অফিসারের নামই অনুমোদন করা হয়নি বলে খবর। শেষ মুহূর্তে মনোজ মালব্যের নামে সিল মোহর দিয়েছে কেন্দ্র।
১৯৮৬ ব্যাচের আইপিএস মনোজ মালব্য এর আগে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। কয়েকবছর ধরে তিনি ডিজি এবং আইজিপি (সংগঠন) পদে ছিলেন।
মনোজের সঙ্গে রাজ্য পুলিশের ডিজি হওয়ার দৌড়ে ছিলেন টেলি কমিউনিকেশন বিভাগের ডিজি সুমনবলা সাহু, ডিজি এবং আইজিপি রেল অধীর শর্মা, এনফোর্সমেন্ট ব্রাঞ্চের ডিজি, আইজিপি গঙ্গেস্বর সিংহ।
যদিও মনোজ মালব্যের নাম নিয়ে জল্পনা তুঙ্গে ছিল। শেষমেশ জল্পনা সত্যি করে রাজ্য পুলিশের শীর্ষ পদে বসলেন মনোজ মালব্য।
Comments are closed.